টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর প্রবাহ বন্ধ করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ এপ্রিল) বিকেলে থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার সিরাজকান্দি এলাকায় যৌথ বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃতদের সাজা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতদের মধ্যে ৫ জনকে একমাস করে ও ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সিরাজকান্দি গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৬), একই গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. আক্তার (৩৬), মৃত হাবিবুর রহমানের ছেলে মো. সুমন (৩০), মৃত জালাল উদ্দীনের ছেলে দিলদার হোসেন (৬০), ওসমান (৪০) ও আবুল কাশেম (৪৮) এবং পলশিয়া গ্রামের মৃত অহম আলীর ছেলে বেলাল হোসেন (৩৫)।
সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম জানান, যমুনা সেনানিবাস সংলগ্ন নদীতে বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে তা ট্রাকযোগে বিক্রি করছিল একটি চক্র। পরে খবর পেয়ে যৌথবাহিনির সমন্বয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলণে জড়িত ৭ জনকে আটক করা হয়। জব্দ করা হয় ২৮ হাজার ৮৫০ টাকা ও ৪টি ভেকু। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে একমাস করে ও দুইজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধে অভিযান পরিচালনা করে ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আসামিদের বৃহস্পতিবার (১০ এপ্রিল) কারাগারে পাঠানো হবে।
আরটিভি/এমএ