• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বগুড়া সারিয়াকান্দিতে বাঙালি ও যমুনা নদীর পানি বৃদ্ধি

বগুড়া (সারিয়াকান্দি ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০০
ছবি: বাসস

বগুড়া সারিয়াকান্দির যমুনা ও বাঙালি নদীতে গত কয়েক দিন ধরেই পানি বাড়ছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৬টা থেকে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় বাঙালি নদীর পানি ২১ সেন্টিমিটার ও যমুনা নদীর পানি ৩৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এ উপজেলায় যমুনা নদীর পানি এখনও ২ দশমিক ৩৯ সেন্টিমিটার ও বাঙালি নদীর পানি ১ দশমিক ৩৮ সেন্টিমিটার বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে উপজেলার যমুনা ও বাঙালি নদীর অববাহিকায় গত কয়েক দিন আগে রোপণ করা স্থানীয় জাতের গাইঞ্জা ধান, বেড়ে ওঠা মাসকলাই ডুবতে শুরু করেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ উপজেলায় ১০ হেক্টর আমন ধান এবং ২ হেক্টর জমির মাসকলাই ডুবে গেছে।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষকলীগ নেতা গ্রেপ্তার
নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর মরদেহ মিলল পুকুরে
হাসপাতালের ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা
আলুর কেজি ৪২০ টাকা!