জিলাপিকাণ্ডে প্রত্যাহার হওয়া ওসিকে ফেরাতে বিএনপির প্রতিবাদ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০৪:০৬ পিএম


জিলাপিকাণ্ডে প্রত্যাহার হওয়া ওসিকে ফেরাতে বিএনপির প্রতিবাদ মিছিল
ছবি: আরটিভি

জিলাপিকাণ্ডে প্রত্যাহার হওয়া  কিশোরগঞ্জের ইটনা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেনকে ফেরাতে প্রতিবাদ মিছিল করেছে ইটনা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার ইটনা বাজারে এই প্রতিবাদ মিছিল হয়।

বিক্ষোভ মিছিলে বড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হবি মিয়া বলেন, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ষড়যন্ত্রমূলকভাবে বদলি করা হয়েছে। সমন্বয়ক দাবি করে আওয়ামী লীগের লোক এই কাজটি করেছে।

বিজ্ঞাপন

মিছিলে যোগ দিয়ে জয়সিদ্ধি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মারুফুল আলম খান বলেন, একটা অন্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ইটনায় কোনো সমন্বয়ক বলে শব্দ ছিল না। ইটনায় যতটুকু আন্দোলন হয়েছে তা শুধু জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে হয়েছে। ভুয়া সমন্বয়ক সেজে ইটনায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে কেউ কেউ। একজন দক্ষ ন্যায়পরায়ণ মানবপ্রেমি ওসিকে বদলির মাধ্যমে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সমন্বয়ক সেজে লুটপাট করছে। আমরা ওই সমন্বয়ক দাবিকারীর বিচার চাই।

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, অবৈধ সমন্বয়কের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছি। ইটনায় কোনো সমন্বয়ক ছিল না। এরা ফ্যাসিবাদের দালাল। ছাত্রলীগের রাজনীতি করেছে। সাবেক ওসির প্রত্যাহার মানি না।

ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন বলেন, আমরা খুব নির্দিষ্টভাবে বুঝতে পারছি স্বৈরাচার শেখ হাসিনাকে পুনর্বাসিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। চক্রান্তকারীদের হুঁশিয়ারি দিয়ে বলছি, আপনারা সরে দাঁড়ান। আপনারা জানেন সাবেক ওসি মনোয়ার হোসেন আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছিলেন। উনি উনার দায়িত্ব পালন করেছেন। ভুয়া সমন্বয়ক রাষ্ট্রীয় যন্ত্রকে অবৈধভাবে ব্যবহার করে ওসিকে বদলি করিয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান স্বপন বলেন, ফ্যাসিস্ট সরকারের চক্রান্তে চৌকস অফিসার ওসি মনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। নিয়ম মাফিক বদলি হলে আপত্তি ছিল না তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তার বিরুদ্ধে আজকে আমাদের বিক্ষোভ।

উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন বলেন, এই যে সমন্বয়ক শান্ত আওয়ামী লীগ পরিবারের সন্তান। তারা আওয়ামী লীগের সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। স্বাধীনতা যুদ্ধের সময় যেমন যুদ্ধ শেষে রাজাকার মুক্তিযোদ্ধা হয়েছিল তেমনি ৫ আগস্ট পরবর্তী সময় সে সমন্বয়ক হয়ে গেছে। সমন্বয়ক হয়ে আওয়ামী লীগের দোসরদের সেইভ করার জন্য আজকে চৌকস অফিসারের  বিরুদ্ধে এমনটা করেছে। বাদলা ইউনিয়নের চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের। তাকে দুর্নীতির জন্য যখন গ্রেপ্তার করা হয়েছে তখন সমন্বয়ক দাবি করা ব্যক্তি সোচ্চার হয়ে সুকৌশলে ওই ওসির বিরুদ্ধে একটা অভিযোগ সৃষ্টি করেছে এবং তার সঙ্গে আওয়ামী লীগের দোসররা এক হয়েছে। তাকে (ওসি) বদলি করা হয়েছে। একজন চৌকস অফিসারকে এভাবে বদলি করায় বিক্ষোভ করা হয়েছে। আমরা ওই ওসিকে পুনর্বহাল চাই।

উল্লেখ্য, টেন্ডারে পাওয়া কাজের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চেয়েছেন কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন। এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ড ভাইরাল হয়।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission