৩০০ মিটার রাস্তার পানিতে পুরোবাজারে ভোগান্তি

মোজাম্মেল খোকন, ময়মনসিংহ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ০৪:৩৬ পিএম


৩০০ মিটার রাস্তার পানিতে পুরোবাজারে ভোগান্তি
ছবি: আরটিভি

ময়মনসিংহ সিটি করপোরেশনের শম্ভূগঞ্জ বাজারে প্রায় ৩০০ মিটার রাস্তায় পানি জমে থাকার কারণে পুরোবাজারে ভোগান্তি পোহাতে হচ্ছে ক্রেতা—বিক্রেতা ও সাধারণ মানুষের। বারবার বলার পরেও রাস্তাটি সংস্কার না হওয়ায় ক্ষোভ ব্যবসায়ীদের। আগামী সাতদিনের মধ্যে রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা। তবে কর্তৃপক্ষ বলছেন, রাস্তা সংস্কার করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

বিজ্ঞাপন

রোববার (১৩ এপ্রিল) ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে শম্ভূগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, বাজারের প্রধান রাস্তাটির প্রায় ৩০০মিটার টাখনুর উপর পর্যন্ত পানি। এতে চলাচলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। রাস্তাটির দু’পাশে ফল, মনোহারি এবং সবজির দোকান থাকলেও পানি কারণে কোন ক্রেতা আসতে দেখা যায়নি। যানবাহন চলাচলেও সৃষ্টি হয়েছে ভোগান্তি। স্থানীয়রা বলছেন, ৫-৬ বছর ধরে রাস্তাটির এমন অবস্থা। বছরের ছ’মাস পানি জমে থাকে। বৃষ্টি হলে ভোগান্তি আরও বেড়ে যায়। সিটি করপোরেশন এবিষয়ে অবগত থাকার পরেও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভপ্রকাশ করেন তারা।

ব্যাটারি চালিত অটোরিকশা চালক হামিদুল ইসলাম বলেন, সামান্য একটু রাস্তায় পানি জমে থাকার কারণে অনেক সময় অটোরিকশার ব্যাটারিতে পানি ঢুকে নষ্ট হয়ে যায়। এই রাস্তাটি দিয়ে চলাচল করা খুব বিপদ। রাস্তা করা হয়েছে কিন্তু পানি নামার ড্রেন না করায় ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।

বিজ্ঞাপন

তরমুজ ব্যবসায়ি আতাউর রহমান বলেন, রাস্তার পাশে আমার তরমুজের দোকান। গত শনিবার রাতে সামান্য বৃষ্টি হওয়ায় রাস্তাটিতে টাখনুর উপর পর্যন্ত পানি জমেছে। সেই পানি আবার অনেক দুর্গন্ধ। অনেকের পায়ে পচা পানি লেগে ফুসকা পড়ে গেছে। পানির জন্য বেচাকেনা একেবারেই নেই। কারণ ক্রেতারা ময়লা পানি দিয়ে বাজারে আসতে চায় না।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, সিটি করপোরেশনের মধ্যে শম্ভূগঞ্জ একটি জমজমাট বাজার। বিভিন্ন অঞ্চল থেকে কৃষকরা তাদের উৎপাদিত সবজি এই বাজারে নিয়ে আসেন। কিন্তু রাস্তাটির বেহাল অবস্থার কারণে কৃষকরা তারা তাদের উৎপাদিত পণ্য যথাসময়ে বাজারজাত করতে পারছেন না। আমরা চাই অন্তত ব্যবসায়িদের সুবিধার জন্য সিটি করপোরেশন দ্রুত উদ্যোগ নিবে।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ি আলহাজ ইঞ্জিনিয়ার আবু জাফর সুমন বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের পাশে রয়েছি। মানুষ আমাকে অনেক মূল্যায়ন করে। তাই রাস্তাটি সংস্কারের জন্য আমি নিজেও কাজ করছি। আমি চাই আমার এলাকার মানুষের দুর্ভোগ যেন না হয়। সামান্য বৃষ্টিতেই রাস্তার মধ্যে এতো পানি; বৃষ্টি বেশি হলে দোকানপাটেও পানি ঢুকে যায়। একবার পানি জমলে ১০-১৫দিনেও সরে না। কারণ পানি যাওয়ার কোন ব্যবস্থা নেই।

বিজ্ঞাপন

শম্ভুগঞ্জ বাজার সমবায় সমিতি সভাপতির আব্দুল মান্নান বলেন, ঐতিহ্যবাহী শম্ভূগঞ্জ বাজারটি এক বছরের জন্য  এক কোটি ৮০ লাখ টাকায় সিটি করপোরেশনের কাছ থেকে ইজারা নেয়া হয়েছে। কিন্তু রাস্তায় পানি জমে থাকার কারণে ব্যবসায়িদের পথে বসার উপক্রম হয়েছে। সিটি করপোরেশন রাজস্ব পেলেও ব্যবসায়িদের সুবিধা তারা দেখছে না। বারবার বলার পরেও রাস্তা সংস্কারে তাদের কোন কার্যকরী উদ্যোগ নেই। আগামী সাতদিনের মধ্যে রাস্তা মেরামত না করলে আন্দোলন গড়ে তোলা হবে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের বাজার পরিদর্শক খন্দকার জাহাঙ্গীর আলম বলেন, এই রাস্তাটি মেরামতের পাশাপাশি শম্ভূগঞ্জ বাজারে ড্রেন ও শেড নির্মাণের জন্য প্রকৌশলী বিভাগে তালিকা পাঠানো হয়েছে। অচিরেই তারা কাজ শুরু করবেন। কাজ বাস্তবায়ন হলে ব্যবসায়িদের ভোগান্তি আর থাকবে না।  

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission