ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ০৭:৩৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। 

বিজ্ঞাপন

শুক্রবার (৪ এপ্রিল) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পাঁচ রাস্তার মোড়ে বিকেল পৌনে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৫টার দিকে শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গাড়িটি একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার একজন যাত্রী নিহত হন। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কটি অবরোধ করে রাখেন। এতে ৭ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়। 

কথা হয় ঢাকা বাইপাস এলাকার স্থানীয় বাসিন্দা রফিক মিয়ার সঙ্গে। তিনি বলেন, মহাসড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে সিএনজি এবং অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষেধ। তবুও প্রশাসনকে ম্যানেজ করে নিয়মিত এ গাড়িগুলো চলছে। এতে কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে পুলিশ তেমন কোনো ব্যবস্থা নেয় না।  

বিজ্ঞাপন

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, আহতদের চিকিৎসার জন্য দ্রুত তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই চৌরাস্তা মোড়ে পেছন থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা ও অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করেন। এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |