ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি: কায়কোবাদ

আরটিভি নিউজ 

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ০৮:০০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি। সেটি ডিসেম্বরের মধ্যেই আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠে আন্দিকুট ইউনিয়ন বিএনপির জনসভায় এ আহ্বান জানান তিনি।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, মুরাদনগরে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। অনেকে এ উপজেলায় আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, নির্বাচনের পর কোথায় যাবেন আপনারা।

বিজ্ঞাপন

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগ সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান ও মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়াসহ দলের নেতারা।

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |