ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

‘জয় বাংলা’ স্লোগান দিতেই যুবককে গণধোলাই

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ০৭:১২ পিএম


loading/img
ছবি: আরটিভি

নওগাঁয় বদলগাছীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হয়েছেন এক যুবক। পরে ওই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার বালুভরা বাজারে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

আটককৃত ওই যুবকের নাম রাশেদুল ইসলাম (২৮)। তিনি উপজেলার বালুভরা ইউনিয়নের খলশি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাশেদুল বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। শনিবার বিকালে হঠাৎ করে তার নিজ এলাকা বালুভরা বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি। এরপর স্থানীয়রা ‘জয় বাংলা’ স্লোগান দিতে নিষেধ করলেও তিনি তোয়াক্কা না করে স্লোগান দিতে থাকেন। পরে স্থানীয় জনগণ গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাশেদুল ইসলাম আটক করে থানায় নিয়ে আসে।

1000114005

বদলগাছী থানার থানার ওসি শাহজাহান আলী বলেন, গত শনিবার সন্ধ্যায় রাশেদুল ইসলাম নামে এক যুবক বালুভরা বাজারে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে বালুভরা বাজার থেকে আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হলে তিনি পুলিশের সামনেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিজের পরিচয় জানান। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |