সংস্কারের ধোঁয়া দিয়ে এই সরকারকে দীর্ঘায়িত করার সুযোগ নেই: মঈন খান

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ০৩ মে ২০২৫ , ১১:০৯ পিএম


সংস্কারের ধোঁয়া দিয়ে এই সরকারকে দীর্ঘায়িত করার সুযোগ নেই: মঈন খান
ছবি: আরটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সেজন্য একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির হাতে তুলে দিতে হবে। সংস্কারের ধোঁয়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। 

বিজ্ঞাপন

শনিবার (৩ মে) বিকেলে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ডে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মঈন খান বলেন, সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটি চলমান প্রক্রিয়া, চলমান থাকবে। সেটির পাশাপাশি নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করা জরুরি। সবকিছু সমান তালে চলবে, এখানে যারা বাধা দেবে তারা বাংলাদেশের মানুষের পক্ষে নয়। যারা সংস্কারের কথা বলে মিথ্যা অজুহাতে এই সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা কখনো গণতন্ত্রের বন্ধু হতে পারে না। 

বিজ্ঞাপন

পলাশ-ঘোড়াশাল আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার আহমেদ, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission