অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়: খায়রুল কবির

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০৫:৪৬ পিএম


অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়: খায়রুল কবির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, অনির্বাচিত ব্যক্তিদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে সেখানে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকট ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। 

বিজ্ঞাপন

সোমবার (৯ জুন) নরসিংদীর সদর উপজেলার চিনিশপুরে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির বলেন, ফ্যাসিস্ট ও তাদের দোসররা বাংলাদেশ থেকে ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই টাকা দিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। 

বিজ্ঞাপন

নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, দু-একটি দলকে আগামী দিনে ভালো অবস্থানে নেয়ার জন্য তিনি (প্রধান উপদেষ্টা) চিন্তা করলে এ সরকার নিরপেক্ষতা হারাবেন। তাই আমাদের আহ্বান অন্তর্বর্তী সরকার যেন জনগণের পালস বুঝবেন। কারণ, আমরা চাই না আস্থার সংকটের কারণে জনগণ আবার রাস্তায় নামুক।

তিনি বলেন, ৯০-এর স্বৈরশাসক পতনের পর অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু তিন মাসের মধ্যে নির্বাচন হয়েছিল। অত্যন্ত সুন্দর একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন নিয়ে দেশি বিদেশি কেউ কোনো মন্তব্য করেনি। ৫ আগস্টের পর ১০ মাস চলে গেল, সরকার এখনো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও তারিখ ঠিক করতে পারেনি। তাই সরকারের প্রতি জনগণ ও নেতাকর্মীদের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। 

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টার মধ্যে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। তাদের কথাবার্তাও অসংগতি পরিলক্ষিত হচ্ছে। তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। তাই দেশে লেজে গোবরে অবস্থার সৃষ্টি হচ্ছে। ফলে দেশে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। বিদেশি বিনিয়োগ হচ্ছে না।  

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এম, এ জলিল, আব্দুল বাসেত ভূইয়া, আবু সালেহ চৌধুরী, ফারুক উদ্দিন ভূঁইয়া, বি জি রসিদ নওশের, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেলসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission