কুড়িগ্রামের দুই সীমান্তে ৩৬ জন রোহিঙ্গাসহ ৮ বাংলাদেশি আটক

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৭ মে ২০২৫ , ০২:০১ পিএম


কুড়িগ্রামের দুই সীমান্তে ৩৬ জন রোহিঙ্গাসহ ৮ বাংলাদেশি আটক
ছবি: আরটিভি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৩৬ জন রোহিঙ্গাসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। পুশইনের বিষয়টি জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক নিশ্চিত করলেও কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক বলেছেন, আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে তারা কোথা থেকে এসেছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক।

স্থানীয়রা জানান, রৌমারী উপজেলার কেন্দ্রীয় শাপলা চত্ত্বরে ভ্যান গাড়িতে করে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ২০ জন রোহিঙ্গাসহ ৭ জন বাংলাদেশিকে আটক করে। এ সময় সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় রৌমারী থানা পুলিশের হাতে দুজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি আটক হয়। এরমধ্যে রোহিঙ্গা পুরুষ ১৪ জন, নারী ৬ জন, শিশু দুজন এবং ৮ জন বাংলাদেশি পুরুষ রয়েছে।

বিজ্ঞাপন

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ভোররাতে রৌমারী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের পরিচয় যাচাই করছে বিজিবি।

এ ছাড়াও ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাটের নতুন বাজার নামাক স্থান থেকে ভোরে ১৪ জন রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয় সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে কুড়িগ্রাম ২২ বিজিবির ভাওয়ালেরকুড়ি ক্যাম্পের সদস্যদের কাছে  তাদেরকেছে হস্তান্তর করা হয়। এদেরর মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী এবং ৮জন শিশু-কিশোরী রয়েছে। 

ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ফজরের নামাজের পর নুতুন হাট বাজারে ১৪ জন রোহিঙ্গাকে ঘোরাফেরা করতে দেখে মুসুল্লিরা। পরে তাদেরকে আমার বাড়িতে নিয়ে আসলে তাদের জিঙ্গাসাবাদ করলে জানান ভারতে থেকে তাদেরকে সীমান্ত দিয়ে পার করে দয়া হয়েছে। তারা আরোও জানান কয়েক বছর আগে রোহিঙ্গা ক্যাম্প হতে ভারতে গিয়ে ধরা পড়ে জেল খাটেন তারা। সাজা শেষ হলে তাদেরকে সীমান্ত দিয়ে  বাংলাদেশে পাঠানো হয়।

বিজ্ঞাপন

রৌমারী সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশি আসার বিষয়টি নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য উপাত্ত সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক বলেন, তারা ভারত থেকে না অন্য কোথা থেকে এসেছে তা জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission