গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ সালমানের পাশে তারেক রহমান

আরটিভি নিউজ

রোববার, ১১ মে ২০২৫ , ০৮:৩৮ পিএম


গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ সালমানের পাশে তারেক রহমান
ছবি: সংগৃহীত

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজশাহীর আলুপট্টিতে গুলিবিদ্ধ অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সালমানের (২১) পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সালমান  গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের দিন গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

রোববার (১১ মে) রাজধানীর শাহবাগে সালমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর্থিক সহায়তা পৌঁছে দেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। একইসঙ্গে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেন৷

ডা. মো. রফিকুল ইসলাম জানান, ঘাতকের বুলেট সালমানের অন্ত্রের দুইপ্রান্ত ছিদ্র করে মেরুদণ্ডের ভেতরে গিয়ে আটকে যায়। প্রাথমিকভাবে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তার অন্ত্রের নষ্ট হওয়া অংশ অপারেশনের মাধ্যমে ঠিক করা হলেও স্পাইনাল কর্ডের সঙ্গের সেই বুলেট আর বের করা যায়নি। দুপাশে কিডনি ও নিচেই মূত্রথলীর অবস্থান অত্যন্ত স্পর্শকাতর স্থানে বুলেটটি বিঁধে থাকায় জটিল এই অপারেশনে চিরতরে পঙ্গুত্ব অথবা মৃত্যুর ঝুঁকি আছে সালমানের। 

বিজ্ঞাপন

পরপর দুই দফায় অপারেশন করেও বুলেটটি বের করা সম্ভব হয়নি। বিষয়টি তারেক রহমানের নজরে আসলে তার পরামর্শে গুলিবিদ্ধ আহত সালমানের চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়। পরে রোববার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। সোমবার দেশবরেণ্য চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার জন্য পরবর্তী করণীয় নির্ধারিত করা হবে বলে জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

এ সময় যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission