ঢাকা

পরিত্যক্ত ভবনের বাথরুম থেকে বিদেশি পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৭:০৫ পিএম


loading/img
ছবি: আরটিভি

চট্টগ্রাম নগরের সদরঘাটের বাংলাবাজার এলাকার একটি পরিত্যক্ত ভবনের বাথরুম থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চুরি ও অস্ত্র মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) রাতে ওই ভবনের একটি বাথরুমের ইটের নিচে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধার অন্য মালামালের মধ্যে রয়েছে, একটি ম্যাগাজিনে থাকা ৬ রাউন্ড গুলি, একটি পুরোনো রেঞ্চ, একটি লোহার কাটার।

পুলিশ জানায়, পূর্ব মাদারবাড়ী এলাকার সোনালী পরিবহন সংস্থার মালিক গত ২০ জানুয়ারি থানায় অভিযোগ করেন যে, রাতে তার অফিসে চুরি হয়। এসময় চোরেরা তার একটি লাইসেন্স করা বিদেশি পিস্তল সেটির ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং নগদ প্রায় ২ লাখ টাকা নিয়ে গেছে।

বিজ্ঞাপন

অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রথমে গ্রেপ্তার করা হয় মো. শাকিল বাবুকে। পরে তার দেওয়া তথ্যে ধরা পড়ে জিল্লুর রহমান রহিত। এ মামলায় আবু বক্কর সিদ্দিক ও মো. আরিফ হোসেন মেহেদীকে পরে গ্রেপ্তার দেখানো হয়।  

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তার ৩ জন একাধিক মামলার আসামি। এর মধ্যে আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ১৩টি, মেহেদী হাসানের নামে ২২টি, শাকিল বাবুর বিরুদ্ধে ১৭টি এবং জিল্লুর রহমান রহিতের নামে ৫টি মামলা রয়েছে।  

তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে। উদ্ধার অস্ত্রটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

বিজ্ঞাপন
Advertisement

আরটিভি/এএএ  

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |