৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ১৬ মে ২০২৫ , ০৩:৪৮ পিএম


৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
ছবি: আরটিভি

কক্সবাজারের টেকনাফে একক ও যৌথ অভিযানে ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করছে কোস্টগার্ড। এসব মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৫ হাজার ৪৯০ ইয়াবা ও ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ মে) সকালে ম্যাজিস্ট্রট, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে মাদক ধ্বংসের কার্যক্রম শুরু হয়।

গেল আড়াই মাসে বিভিন্ন অভিযানে এই মাদকদ্রব্য গুলো জব্দের তথ্য জানিয়েছেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও আউটপোস্ট শাহপরী কর্তৃক সমুদ্র উপকূল হতে কোস্ট গার্ডের একক এবং র‍্যাবের সমন্বয়ে ১২টি মাদক বিরোধী অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়েছিল।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

আরটিভি/এএএ

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission