চাঁদা না দেওয়ায় এক কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ১৬ মে ২০২৫ , ০৭:১৭ পিএম


চাঁদা না দেওয়ায় এক কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টা
ছবি: আরটিভি

নড়াইলে চাঁদা না দেওয়ায় এক কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ মে) সকালে লোহাগড়া কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামে এ ঘটনা ঘটে। 

হামলায় গুরুতর আহত খায়রুল শেখ নামে ওই কৃষককে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।  

ভুক্তভোগীর স্বজনরা জানান, ঘাঘা গ্রামের মোজাম শেখের ছেলে রকিব শেখ ওরফে রোকন, কওসার শেখের ছেলে আলী এবং মন্টু শেখের ছেলে আশরাফুল আলম কালু একই গ্রামের আজান শেখের নেতৃত্বে অনেক দিন ধরে এলাকায় চাঁদাবাজি মাদকসেবনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় তারা একই গ্রামের নওশের শেখের ছেলে ধানীপানি গৃহস্থ খায়রুলের নিকট গত কয়েক দিন যাবৎ পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। শুক্রবার সকালে একই দাবি নিয়ে রকিব ওরফে রোকন, কালু, আলী, খায়রুলের বাড়ি চড়াও হলে খায়রুল টাকা দিতে অস্বীকৃতির কথা জানান। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা খায়রুলের স্ত্রী সন্তানের সামনে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। 

এ সময় খায়রুলের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা অবস্থা বেগতিক দেখে সরে পড়ে। পরে রক্তাক্ত খায়রুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে নিয়ে ভর্তি করা হয়। 

বিজ্ঞাপন

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission