ঠাকুরগাঁওয়ে ঝড়ে জামগাছ ভেঙে পড়ে আক্তারা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে সানজিদা আক্তার (১৩)।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টায় জেলার হরিপুর উপজেলার তিনুয়া হঠাৎপারা গ্রামে এ ঘটনাটি ঘটে৷
নিহত গৃহবধূ ওই গ্রামের শাহজাহান আলীর স্ত্রী।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, মধ্যরাতে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় ঘরের পাশে থাকা জামগাছ বিছানায় ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান আক্তারা বেগম। এ ছাড়া গৃহবধূর আহত মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরটিভি/এএএ-টি