অন্তর্বর্তী সরকারে এনসিপির দুজন প্রতিনিধি বিদ্যমান: সালাহউদ্দিন

শনিবার, ১৭ মে ২০২৫ , ০৯:১৬ পিএম


অন্তর্বর্তী সরকারে এনসিপির দুজন প্রতিনিধি বিদ্যমান: সালাহউদ্দিন
খুলনার সার্কিট হাউস মাঠে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে এনসিপি মার্কা সরকার আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারকে লোকজন বলছে এনসিপি মার্কা সরকার। সরকারে এনসিপির দুজন প্রতিনিধি বিদ্যমান। তারা উপদেষ্টা এনসিপি সংগঠন করে। 

বিজ্ঞাপন

শনিবার (১৭ মে) খুলনার সার্কিট হাউস মাঠে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চাইলে এনসিপি মার্কা দুজনকে পদত্যাগ করতে বলুন, তারা পদত্যাগ না করলে আপনি বিদায় করুন। এ সরকারের একমাত্র ম্যান্ডেট স্বচ্ছ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। আমরা বলেছিলাম, নির্বাচনমুখী জরুরি সংস্কার করে অগ্রাধিকার ভিত্তিতে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু মনে করবেন না রোজ কেয়ামত পর্যন্ত আপনাদের আমরা এ জায়গায় দেখতে চাইব।

বিজ্ঞাপন

শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, উল্টো দিল্লিতে বসে এদেশের গণতান্ত্রিক আন্দোলনকারীদের অপরাধী হিসেবে তকমা দিচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশে একটি খুনের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছিল। এটি একদিনে হয়নি। বাংলাদেশের ইতিহাসে সারাবিশ্ব স্বীকৃত, জাতিসংঘ স্বীকৃত খুনি হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠার মধ্যদিয়ে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণ করেছে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। ৬০ শতাংশ মানুষকে মারণাস্ত্র দিয়ে গুলি করা হয়েছে। 

তারুণ্যের সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। 

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission