ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

একই স্থানে সভা ডাকল বিএনপির দুই পক্ষ, ১৪৪ ধারা জারি

আরটিভি নিউজ

সোমবার, ২৬ মে ২০২৫ , ০১:২০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

একই স্থানে বিএনপির দুগ্রুপের সভা ডাকাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গায়। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন আলফাডাঙ্গা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গার সদর এলাকায় এ আদেশ জারি করা হয়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, বিএনপির নাসির গ্রুপ ও ঝুনু গ্রুপ আলফাডাঙ্গার চৌরাস্তায় সভা আহ্বান করেছে। নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে দুপক্ষের লোক জড়ো হতে শুরু করলে আলফাডাঙ্গা পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে। 

বিজ্ঞাপন

পরে সংঘাতের আশঙ্কায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলফাডাঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

এ দিকে পুলিশ জানিয়েছে, বেলা ১১টা পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |