ঈদের আগের রাতে জ্বলে উঠলো নতুন সড়ক বাতি

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ০৬ জুন ২০২৫ , ১১:১৮ পিএম


ঈদের আগের রাতে জ্বলে উঠলো নতুন সড়ক বাতি
ছবি: আরটিভি

রাত পোহালেই ঈদুল আজহা। মানুষের মধ্যে কেনাকাটার ব্যস্ততা। এরমধ্যে সন্ধ্যায় গাইবান্ধা জেলা শহর অন্ধকার হয়ে পড়ল। এমন সময় শহরের সড়ক বিভাজনে হঠাৎ জ্বলে উঠলো নতুন সড়ক বাতি। মুহূর্তের মধ্যে গোটা শহর আলোকিত হয়ে পড়ল। গাইবান্ধা শহরে এই প্রথম এ ধরনের সড়ক বাতি সংযোগ করা হলো। 

বিজ্ঞাপন

শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সুইস টিপে সড়ক বাতি প্রজ্বলন কাজের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। 

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক এ কে এম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল হক, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবদুর রশিদ সরকার প্রমুখ।

বিজ্ঞাপন

image

গাইবান্ধা পৌরসভার প্রশাসক হেদায়েতুল ইসলাম বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ রিকভারি এন্ড রেসপন্স প্রজেক্টের (এলজিসিআরআরপি) আওতায় গাইবান্ধা শহরের সড়ক বাতি স্থাপন করা হয়। গাইবান্ধার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাতুল এন্টারপ্রাইজ কাজটি বাস্তবায়ন করে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবদুর রশিদ সরকার বলেন, শহরের আড়াই কিলোমিটার সড়ক বিভাজনে নতুন সড়ক বাতি সংযোগের জন্য নতুন ৭৮টি বৈদ্যুতিক খুঁটি বসানো হয়েছে। এরমধ্যে শুক্রবার ২৬টি খুঁটির সড়ক বাতি জালানো হয়। বাকিগুলো ঈদের পরে সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন


আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission