সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশে বাধা নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০৫:০১ পিএম


সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশে বাধা নেই
ছবি: আরটিভি

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে দর্শনার্থীরা ৩০ টাকার টিকিটে সহজেই ভেতরে প্রবেশ করতে পারবেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামে রবীন্দ্র কাছারি বাড়িতে গিয়ে এ নিষেধাজ্ঞা তুলে নেন। 

এ সময় পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমানসহ প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জানা যায়, গত ১১ জুন সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে কাছারি বাড়ির মূল ফটকে নোটিশ টানিয়ে দেওয়া হয়। গত ৮ জুন বিকেলে স্থানীয় শাহনেওয়াজ নামের এক দর্শনার্থী তার স্ত্রী ও ভাতিজাকে নিয়ে রবীন্দ্র কাছারি বাড়িতে বেড়াতে যান। এ সময় ওই দর্শনার্থীর প্রবেশ মূল্য নিয়ে নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। 

এ ঘটনাকে কেন্দ্র করে ওই দর্শনার্থী থানায় অভিযোগ করেন। কিন্তু এতে পুলিশ আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় ১০ জুন দুপুর ১২টার দিকে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে শাহনেওয়াজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি হয়। কর্মসূচি শেষে রবীন্দ্র কাছারি বাড়িতে ৫০-৬০ জন বিক্ষুব্ধ জনতা প্রবেশ করে কাস্টোডিয়ানের অফিস, লাইব্রেরি ও অডিটোরিয়ামের জানালা-দরজা ভাঙচুর করে চলে যায়। পরে ওই ঘটনায় বুধবার (১১ জুন) সকাল থেকে কাছারি বাড়িতে প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সেই সঙ্গে শাহজাদপুর পৌর শহরের রুপপুর মহল্লার শাহনেওয়াজকে প্রধান আসামি করে ১২ জনের নামে একটি মামলা করেন কাস্টোডিয়ান হাবিবুর রহমান। এ মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এ ছাড়া তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission