চট্টগ্রাম নগরে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামী রোববার (২২ জুন) থেকে করোনা প্রতিরোধী টিকা কার্যক্রম শুরু করবে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগ। প্রথম ধাপে ষাটোর্ধ্ব ব্যক্তি, প্রসূতি, করোনাযুদ্ধে প্রথম সারিতে থাকা ব্যক্তিবর্গ এ টিকা নিতে পারবেন।
মঙ্গলবার (১৭ জুন) চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরকে সাতটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলে প্রাথমিকভাবে ৩০০ ডোজ করে ফাইজারের টিকা পাঠানো হয়েছে। প্রতিটি ভায়ালে রয়েছে ছয় ডোজ টিকা। প্রাথমিকভাবে চসিক পরিচালিত হাসপাতালগুলোতে এ টিকা দেওয়া হবে।
তিনি আরও জানান, টিকা নিতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা আগের করোনা টিকা দেওয়ার কার্ড সঙ্গে আনতে হবে। প্রাথমিকভাবে আমরা খাতায় টিকাগ্রহীতার নাম, ঠিকানা, মোবাইল ফোন নম্বার, এনআইডি নাম্বার ইত্যাদি লিখে রাখবো। পরে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ফাইজারের প্রায় ৮০ হাজার টিকা মজুত রয়েছে। বিভিন্ন উপজেলায়ও টিকা সরবরাহ করা হয়েছে। আরও টিকা আসছে।
আরটিভি/এএএ