ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ঘুষ নিয়ে আসামি ছেড়ে দিলেন এসআই, অতঃপর....

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ১১:১৭ এএম


loading/img
এসআই আশরাফ হোসেন। ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছা থানার এসআই আশরাফ হোসেনের বিরুদ্ধে যশোরে ঘুষ নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ। মঙ্গলবার তাকে বরখাস্ত করেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।

জানা যায়, ২০২৪ সালের ১১ নভেম্বর ফুলসারা গ্রামের এক কিশোর তার সহপাঠী এক কিশোরীকে নিয়ে পালিয়ে যায়। কিশোরীর বাবার অভিযোগের পর এসআই আশরাফ পলাতক ছেলেকে না পেয়ে তার বাবা জাহিদুল ইসলামকে থানায় ধরে নিয়ে যান এবং দুদিন আটক রাখেন। পরে উভয় পরিবার স্থানীয়দের সহায়তায় ছেলে-মেয়েকে হাজির করে মীমাংসা করে নেয়। কিন্তু এসআই আশরাফ ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে জাহিদুলকে ছাড়েন।

বিজ্ঞাপন

এ ছাড়া গত ৫ এপ্রিল মসিয়ূরনগর বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এসআই আশরাফ। অভিযোগ রয়েছে, এদের মধ্যে বিক্রেতাকে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ছেড়ে দিয়ে দুই ক্রেতাকে আটক দেখান তিনি।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এসআই আশরাফের অনিয়ম প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার তাকে যশোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছিল। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রথমে প্রত্যাহার, পরে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত চলমান আছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |