ঢাকা

মায়ের হয়ে প্রতিবেশীর কাছে ক্ষমা চাইতে গিয়ে প্রাণ গেল কিশোরের

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১০:৩৬ এএম


loading/img
ছবি : সংগৃহীত

গরু ফসল খেয়েছে—এমন অপবাদে প্রথমে মাকে পিটিয়ে আহত করে প্রতিবেশী। পরে মায়ের হয়ে ছেলে ক্ষমা চাইতে গেলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে ১৭ বছর বয়সী ছেলেটি মারা যায়। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে পাবনার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের রামকান্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম আশিক মন্ডল। তিনি রামকান্তপুর গ্রামের মো. হন্তেশ মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে একটি গরু প্রতিবেশী আরোফ মৃধার ক্ষেতের ফসল খেয়ে ফেলে। সেই গরু আশিকের মায়ের গরু—এমন অপবাদ দিয়ে তার মাকে বেধড়ক মারধর করেন ওই প্রতিবেশী। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে প্রতিবেশীদের কাছ যায় আশিক। 

সেখানে মাকে বাঁচাতে তাদের কাছে ক্ষমাও চায় সে। এতেও তাদের মন গলেনি। উপরন্তু আশিককে পিটিয়ে গুরুতর জখম করেন আরোফ মৃধা। পরে তাকে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর এবং পরবর্তীতে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে রাত ১টার দিকে মারা যায় ওই কিশোর।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, গরু ফসল খেয়েছে এমন অভিযোগে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ঘটনায় ছয়জনের নামে অভিযোগ পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |