ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

কুমিল্লায় ডেঙ্গুতে প্রাণ গেল গৃহবধূর

আরটিভি নিউজ 

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ১২:৪৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লিমা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১টার দিকে কুমিল্লা নগরীর ট্রমা সেন্টার হাসপাতালে তিনি মারা যান।

মৃত লিমা আক্তার (২৪) জেলার বরুড়া উপজেলার আরিফপুর গ্রামের মৃত মোবারক হোসেন ভূঁইয়ার ছোট মেয়ে। তিনি দাউদকান্দির গৌরিপুর পালপাড়া গ্রামের সৌদি প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী।

বিজ্ঞাপন

মৃতের বড়ভাই ফয়সাল আহমেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। লিমা এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।

আরও পড়ুন

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ জুন ডেঙ্গুতে আক্রান্ত হলে লিমাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে কুমিল্লা ট্রমা হসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকালে লিমার প্রথম জানাজা তার বাবার বাড়িতে অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা শ্বশুরবাড়ি দাউদকান্দির গারিপুরের পালাপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়ে সেখানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন বড় ভাই ফয়সাল আহমেদ ভূঁইয়া।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |