ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

অরক্ষিত সেই রেলক্রসিং যেন মৃত্যুফাঁদ, এবার প্রাণ গেল দুই ভাইয়ের

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১১:৩৯ এএম


loading/img

নীলফামারীর পলাশবাড়ীতে কানাইকাটা রেল ক্রসিং যেন এক মৃত্যুফাঁদ। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। এবার এমনই এক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই চাচাত ভাইয়ের। তারা কাজের উদ্দেশ্যে বাইরে বের হয়েছিলেন।  

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) সকালে এই রেল ক্রসিংয়ে চিলাহাটি একপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী। 

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিরা হলেন—চওড়া বড়গাছা আরাজিদলুয়া এলাকার কাল্টু রায়ের ছেলে সন্তোষ (৪০) রায় ও সেন্টু রায়ের ছেলে ভবেশ রায় (২৮)। 

স্থানীয়রা জানান, সকালে তারা দুই ভাই মিলে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। কানাইকাটা রেল ক্রসিংয়ে রেললাইন পারাপারের সময় অরক্ষিত ক্রসিংটিতে এ ঘটনা ঘটে। এই ঘুন্টিটির ২ সাইডে বাজার হাওয়ায় রেললাইন পাড় হাওয়ার সময় কোনো কিছু দেখতে পাওয়া যায় না। এ সময় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এই সংঘর্ষ ঘটে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গোপাল রায় বলেন, তারা দুজনই চাচাতো ভাই। আমি যতটুকু জানতে পারলাম তারা কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। এই ক্রসিংয়ে প্রাই দুর্ঘটনা ঘটে। ক্রসিংয়ের দুপাশে দোকান হাওয়ার কিছু দেখা যায় না। গেটম্যান না থাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী বলেন, নিহতদের বাড়ি নীলফামারী সদরের আরাজি দলুয়া চওড়া বড়গাছা এলাকায়। দুজনই রাজমিস্ত্রির কাজ করতেন। 

বিজ্ঞাপন

সকালে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |