‘হিন্দুস্তানের পানি আগ্রাসন বন্ধ করতে হবে’

আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৫:৪২ এএম


‘হিন্দুস্তানের পানি আগ্রাসন বন্ধ করতে হবে’
ছবি: সংগৃহীত

অন্তর্বতী সরকারকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

বিজ্ঞাপন

শনিবার (৫ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ৫ম দিন রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, প্রমত্তা পদ্মার নানাবিধ জায়গায় চর জেগে উঠেছে, দেখে মনে হচ্ছে ছোট খাল। ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে, বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে হিন্দুস্তান আমাদের ভাতে মেরেছে, পানিতে মেরেছে। কথা বার্তা পরিষ্কার, হাসিনামুক্ত নতুন বাংলাদেশে ভারতের আগ্রাসন চলবে না। অন্তর্বতী সরকারকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। হিন্দুস্তানের পানি আগ্রাসন বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সীমান্ত হত্যা, ভূমি দখল, অবৈধ পুশইন, পানি আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে ভারত প্রমাণ করেছে তারা আমাদের বন্ধুর ছদ্মবেশে চির শত্রু। 

তিনি আরও বলেন, দেশের জনগণকে সতর্ক থাকতে হবে। আগামীতে বাংলার মসনদে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো নতুন কোন স্বৈরাচার ও হিন্দুস্তানের গোলাম যেন আহরণ করতে না পারে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।

বিজ্ঞাপন

গণসংযোগে শেষে পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, শামীম আখতার পাইলট, কৃষিবিষয়ক সম্পাদক মো. সামছুল হক আকন্দ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission