বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমরা রক্ত দিয়ে গেছে স্থানীয় নির্বাচনের জন্য নয়। দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য। কাজেই সেই রক্তের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।
রোববার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনাজপুরের হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও চারাগাছ বিতরণ কালে তিনি এসব কথা হলেন।
জাহিদ হোসেন বলেন, আজকে যারা জাতীয় নির্বাচনকে দূরে ঠেলে স্থানীয় নির্বাচনের কথা বলেন তারা কি চান দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হোক? গত চারটি ট্রাম মানুষ ভোট দিতে পারে নাই। জনগণ তাদের অধিকার চায়, ভোটাধিকার চায়, গণতন্ত্র চায়। ১৭ বছরের সেই আন্দোলনের ফসল যার পরিমিত কাল ছিল ৫ আগস্ট। শহীদের এই জুলাই মাসে দাঁড়িয়ে থেকে অহেতুক অনৈক্য সৃষ্টি করবেন না। ঐক্যবদ্ধ জাতি বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
আরটিভি/এএএ