• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

বখাটেদের উত্ত্যক্তে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ জানুয়ারি ২০২০, ১০:৩৪
ছাত্রীকে উত্যক্ত, আত্মহত্যা

বখাটেদের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে নড়াইলের লোহাগড়ায় খাদিজা খানম নামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে লোহাগড়া উপজেলার উত্তর পাংখারচর গ্রামে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পাংখারচর গ্রামের সেলিম সরদারের মেয়ে শতদল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী খাদিজাকে একই গ্রামের কামাল শেখের ছেলে সাব্বির শেখ ওরফে ইমাম মাঝে মধ্যে স্কুলে যাতায়াতের সময় উত্ত্যক্ত করতো। সর্বশেষ গত ২৯ ডিসেম্বর সকালে ওই ছাত্রীর পথরোধ করে যৌন নিপীড়ন করে সাব্বির। এতে ক্ষোভে ও দুঃখে বাড়িতে ফিরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় খাদিজা।

পরে পরিবারের লোকজন খাদিজাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর খাদিজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যায় সে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, যৌন নিপীড়নের ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে। ইতোমধ্যে উত্ত্যক্তকারী সাব্বির শেখকে গ্রেপ্তার করা হয়েছে। সহযোগী অপর দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এজে/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পুষ্পা ২’ না দেখতে দেওয়ায় প্রেমিকার আত্মহত্যার চেষ্টা, অতঃপর...
টিকটক নিয়ে কলহে স্ত্রীর আত্মহত্যা, অল্পের জন্য বেঁচে গেলেন স্বামী 
স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে এসে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা
শরীয়তপুরে ঋণের দায়ে গরু ব্যবসায়ীর আত্মহত্যা