ডিম দিয়েছে অতিথি পাখি কালেম। সাইবেরিয়ান এ অতিথি পাখির ডিম পাড়ার ঘটনাটি বিরল। শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে বৃহস্পতিবার সকালে কালেম পাখি পাঁচটি ডিম পেড়েছে। ডিমসহ কালেম পাখিটিকে সেবাশ্রমের একটি খাঁচায় সংরক্ষণ করা হয়েছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, সাইবেরিয়ান অতিথি পাখি কালেমের ডিম পাড়ার ঘটনাটি বিরল। কালেম পাখিটি যাতে ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে সেজন্য সেবাশ্রমে থাকে একটি খাঁচার ভেতর রেখে উপযুক্ত পরিচর্যা ও দেখ-ভাল করা হচ্ছে। খেয়াল রাখা হচ্ছে বেজি বা ইঁদুর যাতে ডিমগুলো নষ্ট না করতে পারে।
জেবি