নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মৌচাক এলাকায় একটি বাড়ি থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন আশরাফ আলী, মুক্তা ও জায়েদুল ইসলাম।
পুলিশ জানায়, ভারতের তৈরি ফেনসিডিল লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বিভিন্ন পরিবহনের মাধ্যমে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো তারা। গোপন সংবাদের ভিত্তিতে রাতে মৌচাক এলাকায় শাফায়েত হোসেনের ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে আশরাফকে প্রথমে আটক করা হয়।
এরপর তার দেয়া তথ্যমতে ঘর থেকে ৪টি বস্তায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এজে