• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

পোস্টমাস্টারকে গুলি করে ছিনতাই, আরও দু’জন গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ জুন ২০২০, ০৮:২৪
According to their confession three lakh rupees was recovered at that time.
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে পোস্টমাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের মূলহোতা মনিরুল ইসলাম সজীবের চাচাতো বোন রাজিয়া সুলতানা ও তার শ্বশুর মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজিয়া সুলতানা (৩৭) কালিহাতী উপজেলার বল্লা গ্রামের শাহজাহানের মেয়ে ও রাজিয়া সুলতানার শ্বশুর মোশারফ হোসেন। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী তিন লাখ টাকা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল গোয়ান্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, রোববার বিকেলে কালিহাতী উপজেলার সিংগাইর গ্রামের শ্বশুরবাড়ি থেকে ছিনতাইয়ের মূলহোতা মনিরুল ইসলাম সজীবের চাচাতো বোন রাজিয়া সুলতানাকে (৩৭) গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ছিনতাইকৃত টাকার ১০ লাখ টাকা তার কাছে জমা রাখে সজীব। এর মধ্যে কিছু টাকা তিনি বিকাশে নিলেও প্রায় আট লাখ টাকা ছিল তার কাছে। তবে এ ঘটনা প্রকাশ আর পুলিশি গ্রেপ্তার তৎপরতা শুরু হলে সজীবের আরও আট লাখ টাকা তার কাছে আছে এবং ওই টাকা কি করবেন সে বিষয়ে সহযোগিতা চান বাবা শাহজাহান ও শ্বশুর মোশারফ হোসেনের কাছে। এরপরই টাকাগুলোর দায়িত্ব নেন গ্রেপ্তারকৃত সুলতানার বাবা আর শ্বশুর।

পরে তার দেয়া তথ্যে গতকাল সোমবার টাঙ্গাইল শহর থেকে তার শ্বশুর মোশারফ হোসেনকে (৭০) নগদ তিন লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়। বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত ১৭ মে কালিহাতী পোস্ট অফিস থেকে ৫০ লাখ টাকা তুলে মোটরসাইকেলে বল্লা পোস্ট অফিসে যাওয়ার পথে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২১ মে টাঙ্গাইল শহর থেকে জেলা ছাত্রলীগের সদস্য তানজীদুল ইসলাম জিসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন জিসান আদালতে দেয়া জবানবন্দিতে কালিহাতী উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সজীবকে ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী বলে উল্লেখ করেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার খাটিয়া রাখা উঠানে, লাশের অপেক্ষায় স্বজনরা
গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন টুকু
টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই
যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার গতিতে চলল ট্রেন