• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

  ০১ জুলাই ২০২০, ১৩:১৫
Father attempts suicide after killing two daughters
চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকায় দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার করেছেন এক বাবা। দুই মেয়েকে হত্যার পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা চালান।

আজ বুধবার ভোরের কোনো একসময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খুনের শিকার দুইজন হলেন, মুকুন্দ বড়ুয়ার দুই মেয়ে নিশি বড়ুয়া ও টুকু বড়ুয়া।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, মুকুন্দ বড়ুয়ার স্ত্রী প্রায় পাঁচ বছর আগে মারা গেছেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। পটিয়ায় তার শ্বশুরবাড়ি। দুই মেয়েকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন।

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিকভাবে জানতে পেরেছি দুই মেয়েকে হত্যার পর মুকুন্দ নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। দুই মেয়ের গলায় শ্বাসরোধের চিহ্ন আছে। তাদের গলাটিপে মারা হয়েছে।

আর মুকুন্দকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়