• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আবদুল জব্বার, সেক্রেটারি মানোয়ার
যৌতুক দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করল ছাত্রলীগ নেতা
যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনা পরিবারকে বলে দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা নেতা সুমন মিয়ার (২৮) বিরুদ্ধে। বুধবার (২৭ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এ ঘটনা ঘটে।  সকালে জিদনী আক্তার (২৩) নামে ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, অভিযুক্ত সুমন মিয়া আড়াইহাজারের শ্রীনিবাসদী গ্রামের হান্নান মিয়ার ছেলে ও নিহত জিদনী আক্তার বৈলারকান্দি গ্রামের মৃত সিরাজ মিয়ার মেয়ে। সুমন মিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ও সরকারি সফর আলী কলেজের সাবেক সাধারণ সম্পাদক। প্রায় দেড় বছর ধরে তাদের প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়। দেড় মাস আগে তাদের একটি সন্তান হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন সুমন মিয়া। এসব বিষয় পরিবারকে গতকাল রাতে ভিডিও কলে জানালে ক্ষুব্ধ হয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানায় পরিবার। এ দিকে নিহতের স্বামী দাবি করেছেন, তার স্ত্রী জিদনী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। পরে সে মারা যায়।  নিহতের চাচা আহসান হাবিব বলেন, জিদনীর বাচ্চা হওয়ার আগে ডাক্তার দেখায়নি ঠিকমত। সুমন খালি যৌতুক দাবি করতো। নানাভাবে যৌতুকের দাবিতে করা নির্যাতন করতো। মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় জিদনী এ কথা জানিয়েছিল। এরপর তাকে পিটিয়ে হত্যা করে সুমন। এ দিকে হাসপাতালে মরদেহ নিয়ে আসলে দুপক্ষের স্বজনদের হাতাহাতি ও সংঘর্ষ হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে নিবৃত করে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক করেন। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আর অভিযুক্ত সুমন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আসলে ঘটনা যেকোনো কিছু হতে পারে। এ ব্যাপারে ময়নাতদন্ত রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এমকে-টি
শিল্পপতির বাড়িতে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে ডাকাতি
শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ
উঁকিঝুঁকি যারাই মারবেন বিপদে পড়বেন, জামায়াত নেতার হুঁশিয়ারি
নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমল বাস ভাড়া, হরতাল প্রত্যাহার
বাস ভাড়া কমানোর দাবিতে ১৭ নভেম্বর ডাকা আধাবেলা হরতাল প্রত্যাহার করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি। এর আগে বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাস ভাড়া কমানোর বিষয়টি জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বাস ভাড়া কমানোর ঘোষণার সময় বাস মালিকরাও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন। পরে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের ডাকা রোববারের আধাবেলা হরতাল প্রত্যাহারের অনুরোধ জানান জেলা প্রশাসক। বাস ভাড়া কমানোর বিষয়ে তিনি বলেন, ২০২২ সালে বিআরটিএ ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া ৫৫ টাকা নির্ধারণ করেছিল, তবে ২০২৪ সালের এপ্রিলে নতুন প্রজ্ঞাপনে ভাড়া ৫৩ টাকা নির্ধারণ করা হলেও বাস মালিকরা ৫৫ টাকা আদায় করে আসছিল। এ নিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাস ভাড়া ৪৫ টাকা করার দাবি জানানো হয়। জেলা প্রশাসক বলেন, আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে বাস মালিক ও যাত্রী অধিকার সংগঠনের সঙ্গে আলোচনা করেছি। দীর্ঘ আলোচনার পর এবং ডিজেলের দাম কিছুটা কমানোর পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হবে। বাস মালিকদের অনুরোধ করে মাহমুদুল হক বলেন, ফ্লাইওভার নির্মাণের পর মাইলেজ পরিমাপ পুনঃমূল্যায়ন করা হয়েছে, যার ফলে বাস মালিকদের জন্য লাভজনক একটি সমাধান বের হয়েছে। আগামী সোমবার থেকে ৫০ টাকা ভাড়া কার্যকর হবে এবং এটি অবশ্যই বাসস্ট্যান্ড, চাষাঢ়া, শীবুমার্কেটসহ সব পয়েন্টে যথাযথভাবে কার্যকর করতে হবে। এরপর আরেকটি সংবাদ সম্মেলনে রফিউর রাব্বি বলেন, আমাদের দাবিগুলোর সুরাহা আজকে জেলা প্রশাসকের ঘোষণার মধ্য দিয়ে হয়েছে। আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি। আমরা জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। আমাদের ২১ দিনের আন্দোলন এ পর্যন্ত আসার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের ভূমিকা রয়েছে। বিএনপি, জামায়াতসহ ইসলামিক দলগুলোকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে রাব্বি বলেন, তারা আমাদের নৈতিক সমর্থন জানিয়েছে। আমরা মনে করি, এ আন্দোলনে আমাদের যে প্রাপ্তি- এটা জনগণের বিজয়।  আরটিভি/এমকে
বাসভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে রোববার হরতাল
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমিয়ে ৪৫ টাকা নির্ধারণ এবং এ রুটে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া বাস্তবায়নের দাবিতে রোববার নারায়ণগঞ্জে আধাবেলা হরতালের ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরাম। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে এ কর্মসূচির কথা জানান সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি।  এর আগে একই দাবিতে ২৯ অক্টোবর থেকে টানা কর্মসূচি চলছিল। বাসভাড়া কমানোর দাবিতে সংগঠনটি ২৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত লিফলেট বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা, নাগরিকদের সঙ্গে মতবিনিময়, মিছিল, সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করে। দাবি মানা না হলে ১৭ নভেম্বর অর্ধদিবস হরতালেরও ঘোষণা দেয়। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৬৫ টাকা নির্ধারণের দাবি সংগঠনটির। একইসঙ্গে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করারও দাবি জানিয়ে আসছেন তারা। নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন। বাসভাড়া কমাতে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। গত কয়েকদিনে জেলা প্রশাসকের নেতৃত্বে যাত্রী অধিকার ফোরাম, বাস মালিক ও সরকারি কয়েকটি দপ্তরের সমন্বয়ে একাধিক বৈঠক হয়েছে। তবে, বাসভাড়া কমানোর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে ১৭ নভেম্বর অর্ধদিবস হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত জানিয়েছে যাত্রী অধিকার ফোরাম। শুক্রবার সমাবেশে রফিউর রাব্বি বলেন, এ দাবি হুট করে উত্থাপন করা হয়নি। নারায়ণগঞ্জে বাসভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার জন্য বহু বছর আমরা সংগ্রাম করছি। পরিবহনকে কেন্দ্র করে এটিকে চাঁদাবাজির উৎস হিসেবে রেখে লক্ষ কোটি টাকা সাধারণ মানুষের পকেট থেকে হাতিয়ে নেওয়া দীর্ঘদিনের প্রক্রিয়া। বিশেষ করে শেখ হাসিনার শাসনামল থেকে এটি ভয়াবহ আকার ধারণ করেছে। তার আমলে কিলোমিটার প্রতি ভাড়া অযৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। পরিবহন খাতে সম্পৃক্ত হয়ে সরকারি মন্ত্রী-আমলারা পরিবহন মালিকদের সঙ্গে যোগসাজসে ভাড়া নির্ধারণ করে গেছেন। রফিউর রাব্বি বলেন, আরটিসির সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক আমাদের নিয়ে কয়েকবার বসেছেন। আমরা বলেছি, কিলোমিটার প্রতি যে ভাড়া সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে সেটি অযৌক্তিক। শেখ হাসিনার আমলে দলীয় লোকদের সুবিধা দেওয়ার জন্য এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। যাকে মানুষ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে তার প্রজ্ঞাপন কেন পালন করতে হবে? তিনি আরও বলেন, ‘গত এপ্রিলের ওই প্রজ্ঞাপনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাড়ে ১৯ কিলোমিটারে ভাড়া দেখানো হয়েছে ৫৩ টাকা। অথচ ভাড়া নির্ধারণ করা হয় ৫৪ টাকা। কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে ৫৫ টাকা। এর বিরুদ্ধে আরটিসি কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। ঢাকা-নারায়ণগঞ্জে রুটে দৈনিক ৫০ হাজার মানুষ যাতায়াত করে। যার ফলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতিদিন ১ লাখ টাকা অতিরিক্ত আদায় করছে। সাধারণ মানুষের পক্ষে অবস্থান না করে এখনও মালিকদের পক্ষে আপনারা অবস্থান করছেন। আমরা বলেছি, ১৫ তারিখের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৪৫ টাকা নির্ধারণ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত করা হয় নাই। জেলা প্রশাসককে বলছি, এই গণদাবির প্রতি সম্মান রেখে ৪৫ টাকা ভাড়া ঘোষণা করুন। না হলে আগামী পরশু দিন নারায়ণগঞ্জের মানুষ রাস্তায় নেমে হরতাল পালনের মধ্য দিয়ে এ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ঘোষণা করবে।’ এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘আমরা বাসভাড়া নতুনভাবে নির্ধারণের বিষয়ে মালিক ও যাত্রী সংগঠনের নেতাদের নিয়ে একাধিকবার বসেছি। উভয়পক্ষই তাদের মতামত দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে দুএকদিনের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে।’ আরটিভি/এমকে/এআর
শামীম ওসমানসহ ৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মো. আল-আমিন (৩৬) নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন ভুক্তভোগী নিজে। মামলায় ৯৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন। উল্লেখযোগ্য আসামিরা হলেন, শামীম ওসমানের ছেলে একেএম অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫), নাসিক ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর উদ্দিন মিয়া (৫৫) ও ৩ নম্বর ওয়ার্ডের শাহজালাল বাদল (৪২)। জানা যায়, গত ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মিতালি মার্কেটের সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় ভুক্তভোগীসহ আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান আসামিরা। ওইসময় জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলার একপর্যায়ে আল-আমিনের ডান হাতে লোহার রডের আঘাত লেগে হাড় ভেঙে যায়। পরে ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। আরটিভি/এমকে/এআর
দোষ হাসিনার না, দোষ খালেদার না: রোবায়েত ফেরদৌস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেছেন, দোষ হাসিনার না, দোষ খালেদার না। যেই সংবিধান আর রাষ্ট্র কাঠামো বানিয়েছি, তার স্ট্র্যাকচারটাই হচ্ছে স্বৈরাচারে পরিণত করা। তাই ক্ষমতাকে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা যায় সেটি ভাবতে হবে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জে আয়োজিত সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, সাংবাদিকতার বইয়ের প্রথম লাইন হচ্ছে ‘পৃথিবীর প্রত্যেকটা সরকার মিথ্যা বলে, প্রত্যেকটা সরকার তথ্য লুকাতে চায়।’ সাংবাদিকের কাজ হচ্ছে সত্য তুলে এনে প্রকাশ করে। কিন্তু বিগত সময়ে স্বাধীন সাংবাদিকতা দেখিনি। সাংবাদিকতাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন আমাদের সম্পাদকরা।  বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জে একটা মাফিয়া তৈরি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, শামীম ওসমান এটা কন্ট্রোল করতেন। পুরো দেশে এমন ছোট-ছোট মাফিয়া তৈরি হয়েছিল। বাংলাদেশ সব মানুষের দেশ হয়নি। হয়েছে লুটেরা ভূমিদস্যু, পাচারকারী, সালমান এফ রহমান, শামীম ওসমান, বেনজীর, মতিউরের রাষ্ট্র হয়েছে। আমার-আপনার রাষ্ট্র হয়নি। জনগণের রাষ্ট্র তৈরি করতে হবে। রোবায়েত ফেরদৌস বলেন, সংবিধান সংস্কার করতে হবে এবং এর সমালোচনাও করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক ও আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন। সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েল। আরটিভি/এএইচ
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মাসুমকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) বিকেলে আদালতে নিয়ে আসলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম। রোববার রাতে ফতুল্লার ইসদার বুড়ির দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোশারফ হোসেন মাসুম ফতুল্লা মডেল থানার পূর্ব ইসদাইরের মনসুর আহম্মেদের ছেলে ও আওয়ামী লীগ নেতা মৃত মাহাতাব উদ্দিন লালের ছোট ভাই। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় হৃদয় নামে একজন আহত হওয়ার ঘটনায় করা মামলায় মোশারফ হোসেন মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করা হয়। আরটিভি/এমকে
ভুয়া পুলিশ আখ্যা দিয়ে আসল পুলিশকে মারধর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে আসল পুলিশসহ দুই ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। এরপর তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। রোববার (১০ নভেম্বর) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। মারধরের শিকার পুলিশ সদস্য হলেন দিনাজপুর জেলার হাসেমপুর থানার মৃত শরাফত আলীর ছেলে মোহাম্মদ আবু নুর শফিউজ্জামান (৫৫)। তিনি ঢাকার (ডিএমপি) কলাবাগান থানার কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। অন্যজন পুলিশ সদস্যের বন্ধু মো. রাজু (৪৫)। তিনি বরিশাল জেলার মুলাদী থানা থানার নেছার উদ্দিনের ছেলে।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মারধরের শিকার দুই ব্যক্তিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার কয়েকজন ছেলের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেছে। কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরেই ওই ছেলেগুলো আশপাশের লোকজনকে ডাকামাত্রই মারধর শুরু হয়। সেসময় তারা পুলিশ সদস্য পরিচয় দেন। এরপর লোকজন কার্ড দেখাতে বললে তারা ডুপ্লিকেট কার্ড দেখান।  বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, স্থানীয় জনতা আমাদের কাছে যে দুজন ব্যক্তিকে দিয়েছেন তাদের মধ্যে একজন পুলিশ সদস্য এবং আরেকজন ওই পুলিশ সদস্যের বন্ধু। মূলত, কয়েকজন ছেলে তাদের পকেট মার আখ্যা দিয়ে আশপাশের লোকজন ডাকেন। তখন তারা পুলিশ সদস্য পরিচয় দিলে ভুয়া পুলিশ বলে তাদের মারধর করেন। আরটিভি/এমকে-টি