শরীয়তপুরের ভেদরগঞ্জে অটোরিকশার চাপায় শোয়াইবা (৬) নামে এক শিশু মারা গেছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের চর মহিষখালি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শোয়াইবা ওই এলাকার আলহাজ সরদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো বাড়ির সামনের সড়কের পাশে খেলছিল শোয়াইবা। এ সময় দ্রুত গতিতে আসা একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, সকালে চরমহিষ কান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় যদি কেউ লিখিত অভিযোগ করেন, তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এমকে