সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৩০ গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেছেন আজ।
রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টায় জেলার প্রধান ও বড় জামায়াত অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ মাঠে। নামাজ শেষে শাহ্ সুরেশ্বরী (রহ.) অনুসারীরা বিরানি, সেমাইসহ মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদ উদযাপন করেছেন।
সুরেশ্বরী দরবার শরীফ সূত্র জানায়, সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তাই তাদের সঙ্গে মিল রেখে শরীয়তপুরে অন্তত ২০ হাজার মুসলমান শাহ্ সুরেশ্বরীর (উদযাপিত) অনুসারীরা ঈদুল ফিতর উদযাপন করেছেন।
মোকলেছ নামে স্থানীয় এক মুসল্লি বলেন, আমার বাপ-দাদাও সুরেশ্বর দরবার শরীফের নিয়ম মেনে রোজা ও ঈদ পালন করতো। আমরা তাদেরই ধারাবাহিকতায় ধর্ম পালন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। সবার সঙ্গে কুশল বিনিময় শেষে পায়েস খাবো।
সুরেশ্বরী দরবার শরীফের পীর সৈয়দ বেলাল নূরী বলেন, আমরা শুধু ঈদ না সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি।
আরটিভি/এমকে