শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রকাশ্যে সিগারেট খাওয়ার প্রতিবাদ করাকে কেন্দ্র করে ২ যুবকের মারধরের ঘটনায় রোমান হাওলাদার নামে এক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কার্যালয়ের সামনের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ যুবককে আটক করেছে পুলিশ।।
সোমবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ হাসান সেলিম।
নিহত রোমান হাওলাদার উপজেলার গৈড্যা এলাকার মৃত্যু আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।
আটকরা হলেন- উপজেলার সখিপুর থানার আরশীনগর ইউনিয়নের মালত কান্দি এলাকার রফিজল মোল্লার ছেলে মনির হোসেন মোল্লা (২৫) ও তার ভাই কবির হোসেন মোল্লা (২৩)।
স্থানীয়রা জানান, নিহত যুবকের বাড়ির সামনে ২ যুবক প্রকাশ্যে সিগারেট খাচ্ছিলেন এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ২ যুবক রোমান হাওলাদারকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ওই ২ যুবককে আটক করে পুলিশ।
এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের পরিবার ও স্বজনরা।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ হাসান সেলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমকে