• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রীর হামলা
আগুনে পুড়লো বিধবা জবেদার মাথা গোঁজার ঠাই
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের হতদরিদ্র বিধবা জবেদার (৬০) বসতঘর আগুনে পুড়ে গেছে। মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু চোখের নিমিষে পুড়ে যাওয়ায় শেষ সম্বল হারিয়ে অনেকটা শোকে পাথর সহায় সম্বলহীন বিধবা জোবেদা। মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বুজরুক পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এসে আগুন নেভাতে নেভাতেই পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়। অভাব-অনটনের মধ্যে থাকা জবেদার স্বামীর রেখে যাওয়া মাত্র ২ শতক জমিতে এই ঘরটি নির্মাণ করতে অনেকেই সাহায্য করেছিল। কিন্তু মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু চোখের নিমিষে পুড়ে যাওয়ায় অসহায় হয়ে পরেছেন জবেদা। বুধবার (১৫ মে) জোবেদার বাড়িতে গেলে কান্নায় ভেঙে পড়ে তিনি।  তিনি বলেন, অন্যের বাড়িতে কাজ করি বাবা। কোনও কোনও সময় ভিক্ষাও করি। অনেক কষ্টে জীবন-যাপন করি। মানুষের কাছে চায়া-চিন্তে ঘরটি করেছিলাম। নিমিষেই পুড়ে ছাই হয়ে গেলো ঘরটি। খোলা আকাশের নিচেই থাকতে হবে মনে হয়। ঘর মেরামত করার মতো সামর্থ্য আমার নেই। আমি নিঃস্ব হয়ে গেছি। খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ সদস্য মমদেল ইসলাম বলেন, আগুন লেগে অসহায় জবেদার বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। পরিষদের মাধ্যমে সহযোগিতা করার জন্য চেষ্টা করা হবে।
হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন পোশাক শ্রমিক
পলাশবাড়ী পৌরসভার মেয়রকে শোকজ