ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সাদুল্লাপুরে ট্রাক্টর ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০৭:৩৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ মার্চ) দুপুরে ধাপেরহাট আরভি কোল্ড স্টোরেজের সামনে যাত্রীবোঝাই পিক-আপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মহেন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা দ্রুতগামী পিক-আপটি অন্য একটি গাড়িকে দ্রুত পাশ কাটানোর সময় অন্যদিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার বাসিন্দা মুসা (২০) ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা ভালো না থাকায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাদুল্লাপুর থানার ওসি মো. তাজ উদ্দিন খন্দকার বলেন, নিহতের পরিচয় পাওয়া গেলেও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। সেই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |