• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
আর কোনো ফ্যাসিস্টকে বাংলার ক্ষমতায় আসতে দেওয়া হবে না: শিবির সেক্রেটারি
বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যার অভিযোগে আটক স্বামী
নীলফামারীর সৈয়দপুরে স্বামী-স্ত্রীর কলহের জেরে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  রোববার (৫ জানুয়ারি) সকালে অভিযুক্ত স্বামী রানাকে (৩২) আটক করে পুলিশ। এর আগে শনিবার গভীররাতে শহরের কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী রানার মা রুমির মতামত না নিয়ে ১৬ দিন আগে কুন্দল পশ্চিম পাড়া গ্রামের নান্নুর মেয়ে মুক্তাকে বিয়ে করেন শহরের কাজিপাড়া গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে রানার সঙ্গে। বিয়ের পর দাম্পত্য জীবন কিছুদিন ভালো চললেও পারিবারিক নানা বিষয় নিয়ে রানা ও মুক্তার মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। শনিবার গভীর রাতে রানা মাদকসেবন করে ঘরে ফিরলে স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে রানা ক্ষুব্ধ হয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার স্ত্রী মুক্তাকে। এরপর রানা ঘর থেকে বের হয়ে বোন লাভলীকে বলে তোর ভাবি মুক্তাকে মেরে ফেলেছি। মুক্তার বাপের বাড়িতে খবর দে লাশ নিয়ে যাওয়ার জন্য। এ কথা শোনার সঙ্গে সঙ্গে বোন লাভলী পুলিশকে খবর দিয়ে তাদের কাছে রানাকে সোপর্দ করেন। পুলিশ পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারীর সদর হাসপাতালের মর্গে পাঠায়। মুক্তার মা জাহেদা বেগম বলেন, রানা তার পূর্বের বিয়ের তথ্য গোপন রেখে তার বোন লাভলীকে সঙ্গে নিয়ে আমার মেয়ে মুক্তাকে ১৬ দিন আগে বিয়ে করে। বিয়ের ৫ দিন পর থেকেই আমার জামাই রানা ও তার পরিবারের সদস্যরা নির্যাতন করতো। গত শনিবার রাতেও আমার মেয়ে মুক্তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। এই অত্যাচারের কথা কাজির হাট এলাকার বাসিন্দারা আমাকে বলেছেন।  তিনি বলেন, যেহেতু রানার আগের স্ত্রী ও সন্তান রয়েছে, সেহেতু পরিকল্পিতভাবে তারা মেয়ে মুক্তাকে হত্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন বলেন, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে রানা নামের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। নিহতের পরিবার মামলা করলে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। আরটিভি/এএএ/এস
নীলফামারীতে তারুণ্যের উৎসবের সভায় আওয়ামী লীগ নেতা
সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট বন্ধ
জনগণ খুনি হাসিনার দোসরদের ফাঁসির মঞ্চে দাঁড় করাবে: সারজিস
ঘন কুয়াশায় ফ্লাইট ওঠানামায় বিঘ্ন
সৈয়দপুরে ঘন কুয়াশা, নামতে পারেনি দুই ফ্লাইট
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকায় ঘন কুয়াশার কারণে দুটি ফ্লাইট নামতে পারেনি। আজ বেলা ১১টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করেনি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীরা। তাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে, তখন উড়োযান চলাচল আবার স্বাভাবিক হবে। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, অঞ্চলটিতে শীতের তীব্রতা ও কুয়াশার মাত্রা বেড়েছে। বিশেষ করে সকালে ও রাতে ঘন কুয়াশা পড়ছে। আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) ছিল ২০০ মিটার। উড়োজাহাজ চলাচলের জন্য সাধারণত ২ হাজার মিটার ভিজিবিলিটি প্রয়োজন হয়। এ বিষয়ে আজ সকাল সাড়ে ৮টার দিকে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, আজ সকালে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। কুয়াশার কারণেই মূলত ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। সকালে ‘নভোএয়ার’ ও ‘এয়ার অ্যাস্টা’র ফ্লাইট দুটি এখনও নামতে পারেনি। কুয়াশা কেটে যাওয়ার পর ভিজিবিলিটি বাড়লে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হবে। আরটিভি/এমএ-টি  
আর কোনো শিল্পী যেন আমার মতো ভুক্তভোগী না হন: বেবী নাজনীন
আর কোনো শিল্পী যেন আমার মতো ভুক্তভোগী না হন বলে আফসোস করেছেন সংগীতশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন।  শনিবার (৩০ নভেম্বর) সৈয়দপুর উপজেলা বিএনপি আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মাহফিলে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি। সংগীতশিল্পী বেবী নাজনীন বলেন, আমি দেশকে রিপ্রেজেন্ট করি। দেশকে রিপ্রেজেন্ট করার মতো জাতীয় মর্যাদা নিয়ে আমি চলি। অথচ আমাকে নানারকম নির্যাতন করে বাধা দেওয়া হয়েছে। এতে আমার যে ক্ষতি হয়েছে তা পূরণ করা অনেক কঠিন। জানি না আমি কতটুকু পারব। দীর্ঘদিন পর দেশে ফিরেছি। শান্তির নিশ্বাস নিয়ে চলছি। শান্তিমতো কথা বলছি, কথা বলতে ভয় পাচ্ছি না। তিনি আরও বলেন, দেড় যুগ ধরে আমি আমার প্রফেশনাল কাজ করতে পারিনি। কোনো গানের প্রোগ্রাম করতে পারিনি। আমার অনুষ্ঠানের পারিশ্রমিক ফেরত দিতে হয়েছে। অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, রেকর্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। দেশবাসীর কাছে অনুরোধ আমিসহ আমার মতো কোনো শিল্পী যেন এরকম ভুক্তভোগী না হন। এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি ফ্লাইটে নিজ জন্মস্থান নীলফামারীর সৈয়দপুরে আসেন তিনি। তাকে স্বাগত জানাতে আগে থেকেই হাজারও বিএনপি নেতাকর্মী ও ভক্তবৃন্দ সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করেন। বিমানবন্দর থেকে নেমেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি।  এরপর সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অসুস্থ শাহিন আকতারের বাসায় যান এই সংগীতশিল্পী। দিনব্যাপী রাজনৈতিক কর্মসূচি শেষে আজই ঢাকা ফিরে যাবেন তিনি। আরটিভি/এমকে
ঘন কুয়াশায় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন
ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করেনি।  সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ও এয়ার অ্যাস্টার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নামতে পারেনি। রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। বর্তমানে ৪০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করছে। বেলা ১১টার পর আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।  আরটিভি/এএএ/এসএ 
ঘন কুয়াশায় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন
ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। সকাল ৮টার দুটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। যাত্রীরা রানওয়েতে অপেক্ষা করছেন।  শুক্রবার (১৫ নভেম্বর) সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, ভোর রাত থেকে কুয়াশায় ঢেকে যায় জনপদ। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা থাকলেও সেখানে মাত্র ৫০ মিটার ভিজিবিলিটি রয়েছে। ফলে বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে বলে জানান তিনি।   সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া গণমাধ্যমকে জানান, সকালের ফ্লাইট বাতিল করা হয়নি। তবে শিডিউল বিপর্যয় ঘটেছে। বেলা ১১টার পর আকাশ পরিষ্কার হলে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আরটিভি/এএএ/এসএ
ব্যাংক থেকে বের হতেই বৃদ্ধের টাকা ছিনতাই, শোকে মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে ছিনতাইকারীরা আশরাফ (৬০) নামে এক বৃদ্ধের টাকা নিয়ে পালিয়ে গেলে তিনি হার্ট অ্যাটাকে মারা যান।  সোমবার (২১ অক্টোবর) দুপুরে নীলফামারীর সৈয়দপুরের শহীদ তুলসীরাম সড়কে ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর এ ঘটনা ঘটে। নিহত আশরাফের বাড়ি সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে।  তার ছেলে মাদরাসা শিক্ষক নাজমুল হোসেন জানান, বাবা ও মা ব্যাংকে ক্ষুদ্র ঋণ নিয়েছেন। সেই ঋণের ২৫ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হচ্ছিলেন। গেটের ওখানেই ছিনতাইকারীর চক্রটি বৃদ্ধদের শাড়ি লুঙ্গি দিচ্ছে এ কথা বলে একটু পাশে সরিয়ে নিয়ে যায় মা-বাবাকে। পরে ভাড়ার কথা বলে খুচরা টাকা আছে জিজ্ঞেস করে কৌশলে আমার বৃদ্ধ মায়ের কাছ থেকে ওই টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এতে আমার বৃদ্ধ বাবা সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন উনাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।  এ বিষয়ে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও চিকিৎসক নাজমুল হুদা জানান, হাসপাতালে আসার পথেই উনি মারা গেছেন। মূলত শোকে হার্ট এ্যটাক হয়েছে। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, সোমবারে ছিনতাই শোকে বৃদ্ধের মৃত্যু বিষয়টি আমরা জেনেছি। ব্যাংকসহ গুরুত্বপূর্ণ সড়কের সিসি ফুটেজ দেখে আমরা চোরদের ধরার চেষ্টা করছি এবং ব্যাংক পাড়ায় নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে। উল্লেখ্য, গত দেড় মাসে সৈয়দপুরে ১৮ থেকে ২২টি চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং সবচেয়ে বেশি ঘটেছে ওই তুলসীরাম সড়কে। এর মধ্যে মোটরসাইকেল, নগদ টাকা, রিকশা ভ্যান, টিউবওয়েল, সোলার মেশিন, গরু, গহনা, ভ্যানিটি ব্যাগসহ আরও অনেক কিছু চুরি মাত্রাতিরিক্তহারে বেড়েছে সৈয়দপুরে। শহরজুড়ে মাত্রাতিরিক্ত চুরি ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে শহরবাসী। আতঙ্ক যেন কমছেই না। আরটিভি/এফআই
সৈয়দপুরে ৯০ আ.লীগ নেতাকর্মীর নামে মামলা  
নীলফামারীর সৈয়দপুরে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে সাবেক পৌর মেয়র রাফিয়া জাহান বেবিসহ আওয়ামী লীগের ৯০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এতে ৯০ জনের নাম উল্লেখ করে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  রোববার (১ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর থানার উপপরিদর্শক আকমল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে শনিবার পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশিফুর রহমান বাবলু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, মহিলা লীগের সভাপতি ও সাবেক মেয়র রাফিকা আকতার জাহান বেবী, ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল, সাধারণ সম্পাদক সজীব, পৌর ছাত্রলীগের সভাপতি সিফাত সরকার, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শুভ শেখ প্রমুখ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে আসামিরা বিভিন্ন জায়গা থেকে শহরে এসে জড়ো হন। পরে তারা সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এসব ভাঙচুরের কারণে কার্যালয়ের বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।