• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
আর কোনো শিল্পী যেন আমার মতো ভুক্তভোগী না হন: বেবী নাজনীন
ঘন কুয়াশায় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন
ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করেনি।  সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ও এয়ার অ্যাস্টার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নামতে পারেনি। রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। বর্তমানে ৪০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করছে। বেলা ১১টার পর আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।  আরটিভি/এএএ/এসএ 
ঘন কুয়াশায় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন
ব্যাংক থেকে বের হতেই বৃদ্ধের টাকা ছিনতাই, শোকে মৃত্যু
সৈয়দপুরে ৯০ আ.লীগ নেতাকর্মীর নামে মামলা  
আরটিভিতে সংবাদ প্রচার / শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় সৈয়দপুর থানার ওসি ক্লোজড
সৈয়দপুরে বিআরটিসি বাসের ধাক্কায় যুবকের মৃত্যু  
নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় মোহাম্মদ সাজু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  সোমবার (২৬ আগস্ট) দুপুরে সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহত যুবক ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলের নেকমরদ এলাকার আজগর আলীর ছেলে ও প্রাণ কোম্পানির মাঠ কর্মী ছিলেন।  প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক চিকলী বাজার এলাকা দিকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি বিআরটিসি বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ঘটনাস্থলটি হাইওয়ে থানা পুলিশের এলাকায় হওয়ায় বিষয়টি তারা দেখছেন।   তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনে নির্বিচারে গুলি করে শিক্ষার্থীদের হত্যার দায়ে বাকশালি স্বৈরাচার শেখ হাসিনাসহ তাদের দোসরদের বিচার হবে। বিদেশে পালিয়ে থেকে যত ষড়যন্ত্রই করুক, গণহত্যার দায় থেকে তারা রক্ষা পাবে না। এই বাংলার মাটিতে তাদের শাস্তি কার্যকর করা হবে।  বুধবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় নীলফামারীর সৈয়দপুরে এক কর্মিসভায় তিনি এসব কথা বলেন।  ঠাকুরগাঁও থেকে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়ি রংপুরের পীরগঞ্জে যাওয়ার পথে এই কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।  প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, পলাতক হাসিনা ও তার ছেলে জয় বিদেশে থেকে এখনও নানা ষড়যন্ত্র করে চলেছে। তারা পূর্বের মতোই মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই আমাদের বিজয়কে নস্যাৎ করতে না পারে।  তিনি আরও বলেন, বৃহৎ দল হিসেবে বিএনপির দায়িত্ব অনেক। দেশবাসীও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই আমরা ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার পাশাপাশি নিজেরাও কোনো প্রকার অরাজকতায় যেন না জড়াই। বরং সুসংগঠিত হয়ে সংখ্যালঘু ভাইদের আশ্বস্ত করে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে।  জেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম স্বপ্না। সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন ও যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু।  এ সময় জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম জনি, সহসাধারণ সম্পাদক সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক তারিক আজিজ, জেলা মহিলা দলের  সভাপতি রওনক জাহান রিনু, সাধারণ সম্পাদক রুপা বেগম, উপজেলা বিএনপি সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আকতার, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালিম, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আনিসুল হক চৌধুরী, জেলা বিএনপি কোষাধ্যক্ষ আবিদ হোসেন লাড্ডান প্রমুখ বক্তব্য দেন।
মাটি খুঁড়তেই মিলল ৭৮ তাজা গুলি
নীলফামারীর সৈয়দপুরে বাড়ি নির্মাণের জন্য মাটি খননকালে ৭৮টি তাজা গুলি ও কয়েকটি ড্যামেজ গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জুলাই) সকালে পৌর শহরের সাদ্দাম মোড় এলাকা থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি শাহা আলম। স্থানীয়রা জানান, ওই এলাকার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার নিজ বাড়ি নির্মাণের জন্য শ্রমিক দিয়ে মাটি খোঁড়ার কাজ করাচ্ছিলেন। মাটি খোঁড়া চলাকালে বেশ কিছু গুলি দেখতে পান শ্রমিকরা। পরে ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ এসে ৭৮টি রাইফেলের তাজা গুলি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এসব গুলি মুক্তিযুদ্ধের সময় লুকিয়ে রাখা হয়েছিল। এ বিষয়ে ওসি শাহা আলম বলেন, ‘৭৮টি তাজা ও কয়েকটি ড্যামেজ গুলি থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব গুলি মুক্তিযুদ্ধের সময়ের। গুলিগুলো দীর্ঘদিন মাটির নিচে থাকায় মরিচা ধরেছে।’
যাত্রীবেশে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই
নীলফামারীর সৈয়দপুরে আশরাফুল আলম (২৫) নামে এক চালকের গলা কেটে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।  এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।  আশরাফুল ইসলাম শহরের মিস্ত্রিপাড়া এলাকার হায়দার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই চালক তার ইজিবাইক নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময়ে দুর্বৃত্তরা যাত্রীবেশে তার ইজিবাইকে ওঠেন। চান্দিয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে ইজিবাইকটি থামিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দুর্বৃত্তরা। এ সময় বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে চালকের গলা কেটে ইজিবাইকটি ছিনিয়ে নেয়। পরে ওই চালক গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে গোঙানি দিলে স্থানীয়রা শব্দ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ৷ এ বিষয়ে ওসি শাহ আলম বলেন, ‘মঙ্গলবার রাতে এক ইজিবাইক চালককে গলাকাটা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চালক রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। এখনও পরিবারের লোকজন কেউ অভিযোগ দেননি। দিলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শিয়ালের কারণে ২৫ মিনিট বিলম্বে নামল ফ্লাইট
রানওয়েতে শিয়াল ছুটোছুটি করায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ২৫ মিনিট বিলম্বে অবতরণ করেছে। শুক্রবার (৩১ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু বিমানটি নামানোর সময় পাইলট রানওয়েতে একটি শেয়ালকে এদিক-সেদিক ছুটোছুটি করতে দেখেন। এমন পরিস্থিতিতে বিমানটি অবতরণ না করে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। এরপর বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শেয়ালটিকে তাড়িয়ে দেন। যে কারণে প্রায় ২৫ মিনিট বিলম্বে বিমানটি অবতরণ করে।  তবে বিমানবন্দর নিরাপত্তা দেওয়াল ভেদ করে কীভাবে শেয়াল রানওয়েতে এলো, তা নিয়ে সবার মনে প্রশ্ন।   বিষয়টি বড় ধরনের কিছু না বলে জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ ।
সৈয়দপুরে রানওয়েতে বিকল বিমান
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর বিকল হওয়ায় আজ সকাল সাড়ে আটটা থেকে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পরে দুপুর ১টা ১৫ মিনিটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।  মঙ্গলবার (২৮ মে) দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানায়, সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর রানওয়ের দক্ষিণ দিক থেকে উত্তরে যাওয়ার সময় সামনের চাকায় ক্রটি দেখা দেয় এবং উড়োজাহাজটি থেমে যায়। পরে সৈয়দপুর সেনানিবাসের সেনাসদস্যদের সহায়তায় দ্রুত উড়োজাহাজটিকে রানওয়ে থেকে নিরাপদ স্থানে সারানো হয়েছে।  বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর বলেন, ‘বিকল উড়োজাহাজেটির ত্রুটি সারাতে কাজ করছে বিমান বাংলাদেশের টেকনিশিয়ানরা।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ক্রটির কারণে বিমান চলাচল সাময়িক (৩ ঘন্টা) ব্যাহত হয়েছে। দুপুর ১২টার পর থেকে রানওয়েতে বিমান চলাচলের জন্য অনুমতি দেওয়া আছে। ইতোমধ্যে দুপুর ১টা ১৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করেছে। ফ্লাইট চলাচলে আর কোনো অসুবিধা নেই।  এর আগে সোমবার বৈরী আবহাওয়ার কারণে দুপুর ২টা থেকে বিমান চলাচল বন্ধ ছিল, ফলে ৫টি ফ্লাইট বাতিল করেছিলো বিমানবন্দর কর্তৃপক্ষ।