ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সৈয়দপুরে আগুনে ১১ ঘর পুড়ে ছাই

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ , ০৮:৩৯ পিএম


loading/img
ছবি : আরটিভি

নীলফামারীর সৈয়দপুরে আগুনে ৯টি পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আসবাবপত্রসহ নগদ টাকা, ধান-চাল, গরু-ছাগলসহ প্রায় ৫০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ৩টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়ানী সুতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

তবে আগুনের সূত্রপাত নিয়ে সঠিক কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, চুলার আগুন বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। তবে এলাকার এছামুদ্দীর ছেলে বাচ্চু মামুদের রান্না ঘরেই প্রথম আগুন দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। 

বিজ্ঞাপন

এতে বাচ্চু মামুদের ৪টি ঘর, তার ছেলেদের দুটি ঘর, প্রতিবেশী আছদ্দী মামুদের ছেলে হাফিজুলের দুটি ও শরিফুলের একটি, তছদ্দী মামুদের ছেলে মন্টুর একটি ঘর এবং আমদ্দী মামুদের ছেলে ছোবেদ আলীর একটি ঘর সকল মালামাল সহ পুড়ে গেছে। 

এ ছাড়া এজামুদ্দীর ছেলে তোফাজ্জল ও এন্দা, মন্টুর ছেলে লিটন ও আকুবুল, নান্টুর ছেলে কালা ও লালের ঘরেও আগুন লেগে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস দল এসে দীর্ঘ ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় আরও ২০-২৫টি ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে। পরে সৈয়দপুর উপজেলা ফায়ার সার্ভিস দলও এসে ফিরে গেছে।  

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, আগুনের ভয়াবহতা ব্যাপক ছিল তাই মূহুর্তে ৯টি পরিবারের ১১টি ঘর পুড়ে গেছে। এসব পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। আমরা প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল দেয়াসহ শুকনা খাবারের ব্যবস্থা করেছি। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |