ঢাকাWednesday, 28 May 2025, 14 Jyoishţho 1432

নর্থ সাউথের অর্থ আত্মসাৎ মামলার আসামি হিলালীর খোঁজ মিলেছে

আরটিভি নিউজ

সোমবার, ০৪ জুলাই ২০২২ , ০৮:৪৭ এএম


loading/img
আমিন মো. হিলালী।। ফাইল ছবি

রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৩০৪ কোটি টাকা পাচার মামলার আসামি আমিন মো. হিলালীর খোঁজ পাওয়া গেছে সাভারে। রোববার (৩ জুলাই) রাতে তার ভাই রফিকুল ইসলাম হিলালী এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, রোববার রাত পৌনে ১১টার দিকে সাভারের হেমায়েতপুরের তেঁতুলতলা এলাকায় কে বা কারা আমার ভাইকে ফেলে গেছে। সাভার থানা পুলিশ তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করেছে। এক অটোরিকশা চালকের মুঠোফোন থেকে আমার ভাই আমাকে তার অবস্থানের বিষেয়ে জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

এদিকে গত শুক্রবার (১ জুলাই) আমিন মো. হিলালী নিখোঁজ হয়েছেন উল্লেখ করে ভাই রফিকুল ইসলাম হিলালী উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন ভাই আমিন মো. হিলালীকে ফিরিয়ে দিতে সরকারের কাছে আকুতি জানিয়েছিলেন তিনি।

নিখোঁজের কথা উল্লেখ করে এর আগে রফিকুল ইসলাম হিলালী বলেছিলেন, আমিন হিলালী গত শুক্রবার রাত ৮টা ২০ মিনিটের দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে ১৩ নম্বর সেক্টরের অফিসে যাওয়ার জন্য বের হন। বাসা থেকে বের হওয়ার পর তিনি চালকের সঙ্গে কথা বলেন এবং ১৫ মিনিট পর যোগাযোগ করতে বলেন। এর ৯ মিনিট পর ১২ নম্বর সেক্টরে অবস্থানের সময় তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তদন্তকারী সংস্থা র‌্যাব, ডিবি, পিবিআই ও দুদকের সঙ্গে নিখোঁজ হওয়া বিষয়ে যোগাযোগ করেছিলেন বলেও জানিয়েছিলেন রফিকুল ইসলাম হিলালী।

উল্লেখ্য, প্রায় ৩০৪ কোটি টাকা পাচারের অভিযোগে গত ৫ মে নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টির ৫ সদস্য এবং আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় নর্থ সাউথের বোর্ড অফ ট্রাস্টির ৪ জন এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান এবং মোহাম্মদ শাজাহানকে হাইকোর্টের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |