ঢাকাTuesday, 29 July 2025, 14 Shrabon 1432

জঙ্গি মাহফুজকে ভারতের গোয়েন্দা জিজ্ঞাসাবাদ করেনি : ডিএমপি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৯ জুলাই ২০১৭ , ০৩:০৪ পিএম


loading/img

হলি আর্টিজান হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত জেএমবি নেতা সোহেল মাহফুজকে ভারতের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেননি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বিজ্ঞাপন

বুধবার সকালে ডিএমপি কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা জানান।

তিনি বলেন, ভারতীয় গোয়েন্দারা সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করেননি। বাংলাদেশের গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তার হলি আর্টিজান হামলায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এই মামলার অভিযোগপত্র শিগগিরই দেয়া হবে। এরই মধ্যে এ মামলা সংশ্লিষ্ট ফরেনসিক প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ভারতের খাগড়াগড়ে বিস্ফোরণ মামলারও আসামি মাহফুজ। তাকে ধরিয়ে দিতে ভারতীয় পুলিশ ২০১৪ সালে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। এর পরিপ্রেক্ষিতে জানানো হয়েছিল, সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করবে কলকাতা পুলিশের স্পেশাল টাক্সফোর্স (এসটিএফ) ও ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনআইএ) কর্মকর্তারা।

গেলো ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার সোহেল মাহফুজ ওরফে নসরুল্লাহকে নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরকের জোগানদাতা বলছে পুলিশ। সোহেল মাহফুজ হলি আর্টিজান বেকারিতে হামলার পরিকল্পনা বৈঠকেও উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আর/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |