ঢাকা

আজ বন্ধ থাকছে ব্যাংক-শেয়ারবাজার

আরটিভি নিউজ

রোববার, ০৮ আগস্ট ২০২১ , ০৮:১১ এএম


loading/img
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধে আজ রোববার (০৮ আগস্ট) বন্ধ থাকছে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার (৫ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর ফলে শুক্রবার থেকে রোববার টানা ৩ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকলে। চলমান বিধিনিষেধের কারণে গত সপ্তাহের রোববার ও বুধবারও ব্যাংক বন্ধ ছিলো।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবার ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আর শেয়ারবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এর মাধ্যমে শেয়ারবাজার আবারও সাড়ে ৪ ঘণ্টার পূর্ণাঙ্গ লেনদেন সময়ে ফিরে যাচ্ছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক লোকবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। ব্যাংকের যেসব শাখা খোলা রাখা প্রয়োজন, শুধু সেগুলো খোলা রাখলে চলবে।

কেএফ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |