• ঢাকা রোববার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১
logo
বাড়ল ক্রেডিট কার্ডের সুদহার
আওয়ামী লীগ সরকারের আমলে ২৫০ বিলিয়ন ডলার পাচার!
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে ১৫ বছরে প্রায় ২৫০ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে পাচার হয়েছে। সেই হিসেবে প্রতিমাসে গড়ে ১.৩ বিলিয়ন ডলার এবং সাড়ে ১৫ বছরের কিছুটা বেশি সময়ের মধ্যে মোট ২৫০ বিলিয়ন ডলার পাচার হয়েছে।  রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রোববার (২ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র প্রতিবেদনটি হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। আগামীকাল (সোমবার) সংবাদ সম্মেলন করে শ্বেতপত্রের বিস্তারিত জানানো হবে। প্রতিবেদন দাখিলের সময় উপস্থিত ছিলেন- কমিটির সদস্য সিপিডির বিশিষ্ট ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.  সেলিম রায়হান, বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) সিইও ফেরদৌস আরা বেগম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এম তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাশনিম সিদ্দিকী। প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। পরে দেশের খ্যাতিমান ১১ জন বিশেষজ্ঞকে এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আরটিভি/কেএইচ
মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি মতিউল হাসান
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ নভেম্বর)
ছয় ব্যাংকের জন্য ছাপানো হলো ২২৫০০ কোটি টাকা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ নভেম্বর)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ নভেম্বর)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে ২৫ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো- বৈদেশিক মুদ্রার নাম               বাংলাদেশি টাকা               ইউএস ডলার               ১১৯ টাকা ৯৮ পয়সা               ইউরোপীয় ইউরো               ১২৯ টাকা ৮০ পয়সা               ব্রিটেনের পাউন্ড               ১৫২ টাকা ৯০ পয়সা               ভারতীয় রুপি               ১ টাকা ৪১ পয়সা               মালয়েশিয়ান রিঙ্গিত               ২৭ টাকা ৫০ পয়সা               সিঙ্গাপুরের ডলার               ৯১ টাকা ১৫ পয়সা               সৌদি রিয়াল               ৩২ টাকা ২০ পয়সা               কানাডিয়ান ডলার               ৮৯ টাকা ৫০ পয়সা               অস্ট্রেলিয়ান ডলার               ৮০ টাকা ২৫ পয়সা               কুয়েতি দিনার               ৪০১ টাকা ০০ পয়সা               যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে। আরটিভি/একে
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।  রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১) (গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেওয়া হলো। এতে আরও বলা হয়, সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সব হিসাবের হিসাব সংক্রান্ত তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী) সংযোজিত এক্সেল শিট আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এ ইউনিটে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে। নির্দেশনার আওতায় লেনদেন স্থগিত করা হিসাবগুলোর ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ -এর বিধি ২৬(২) প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। সায়মা ওয়াজেদ পুতুলছাড়াও সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডে রয়েছেন ডা. মাজহারুল মান্নান, মো. শামসুজ্জামান, জাইন বারি রিজভী ও নাজমুল হাসান। উল্লেখ্য, সূচনা ফাউন্ডেশন মূলত মানসিক ও স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশে কাজ করে। আরটিভি/একে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ নভেম্বর)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে ২৪ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো- বৈদেশিক মুদ্রার নাম       বাংলাদেশি টাকা       ইউএস ডলার       ১২০ টাকা ৩৭ পয়সা       ইউরোপীয় ইউরো       ১২৯ টাকা ৬৬ পয়সা       ব্রিটেনের পাউন্ড       ১৫৩ টাকা ১৩ পয়সা       ভারতীয় রুপি       ১ টাকা ৪১ পয়সা       মালয়েশিয়ান রিঙ্গিত       ২৭ টাকা ২০ পয়সা       সিঙ্গাপুরের ডলার       ৯০ টাকা ৫০ পয়সা       সৌদি রিয়াল       ৩১ টাকা ৯৮ পয়সা       কানাডিয়ান ডলার       ৮৯ টাকা ৯০ পয়সা       অস্ট্রেলিয়ান ডলার       ৮০ টাকা ০৫ পয়সা       কুয়েতি দিনার       ৪০১ টাকা ০০ পয়সা       যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে। আরটিভি/কেএইচ
বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ
বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বগুড়া মম ইন ইকো পার্কে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (এমডি) মো. কাজীম উদ্দিন।  কোম্পানির বগুড়া এরিয়ার এরিয়া প্রধান ও ভিপি মিজানুর রহমান সিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণী ও উন্নয়ন সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এ এম ডি ) মো. আবুল কাসেম, রাজশাহী জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এস ভিপি) আমিনুল ইসলাম, দিনাজপুর জোনের এসি ভিপি খুরশিদ আলম, তাকাফুল ঢাকা এর ভিপি জি এম হেলাল, জনবীমার বগুড়া ও রাজশাহী অঞ্চলের এভিপি আবদুল্লাহ্ আল সাকিল ।  অনুষ্ঠানে গ্ৰাহকদের ১ কোটি ৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়। একইসঙ্গে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।  এর আগে প্রধান অতিথি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেড কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজীম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেড কোম্পানি ২০২৪ সালে ২ লাখ ৫০ হাজার গ্ৰাহককে ১২ শত কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। মেয়াদ পূর্ণ হলে আমরা গ্ৰাহকের হাতে বীমা দাবির টাকা পরিশোধ করি বলেই মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।  গ্ৰাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত এবং কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা সফলতা লাভ করেছি।  অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের বৃহত্তর বগুড়া, বৃহত্তর রাজশাহী, বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।  আরটিভি/এএএ 
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ নভেম্বর)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে ২৩ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো- বৈদেশিক মুদ্রার নাম       বাংলাদেশি টাকা       ইউএস ডলার       ১২৪ টাকা ২৯ পয়সা       ইউরোপীয় ইউরো       ১৩০ টাকা ৮২ পয়সা       ব্রিটেনের পাউন্ড       ১৫৪ টাকা ২৯ পয়সা       ভারতীয় রুপি       ১ টাকা ৪১ পয়সা       মালয়েশিয়ান রিঙ্গিত       ২৭ টাকা ২০ পয়সা       সিঙ্গাপুরের ডলার       ৯০ টাকা ৮৫ পয়সা       সৌদি রিয়াল       ৩১ টাকা ৯৮ পয়সা       কানাডিয়ান ডলার       ৯০ টাকা ০১ পয়সা       অস্ট্রেলিয়ান ডলার       ৮০ টাকা ২৪ পয়সা       কুয়েতি দিনার       ৪০০ টাকা ৫০ পয়সা       যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে। আরটিভি/এসএইচএম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২২ নভেম্বর)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে ২২ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো- বৈদেশিক মুদ্রার নাম       বাংলাদেশি টাকা       ইউএস ডলার       ১২৪ টাকা ২৮ পয়সা       ইউরোপীয় ইউরো       ১৩০ টাকা ৬৩ পয়সা       ব্রিটেনের পাউন্ড       ১৫৪ টাকা ৭৫ পয়সা       ভারতীয় রুপি       ১ টাকা ৪১ পয়সা       মালয়েশিয়ান রিঙ্গিত       ২৭ টাকা ২০ পয়সা       সিঙ্গাপুরের ডলার       ৯০ টাকা ৮৫ পয়সা       সৌদি রিয়াল       ৩১ টাকা ৮৭ পয়সা       কানাডিয়ান ডলার       ৮৫ টাকা ৮৯ পয়সা       অস্ট্রেলিয়ান ডলার       ৮০ টাকা ১৮ পয়সা       কুয়েতি দিনার       ৪০০ টাকা ৫০ পয়সা       যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে। আরটিভি/এসএইচএম
রিজার্ভ নিয়ে সুখবর
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ছয় কোটি ১০ লাখ ডলার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।  আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ ছয় কোটি ১০ লাখ বেড়ে এক হাজার ৮৪৯ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়াল। বর্তমানে বিভিন্ন তহবিলসহ গঠিত মোট রিজার্ভ দুই হাজার ৪২৭ কোটি ডলার। আগের সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের বিল পরিশোধের পর নভেম্বরের মাঝামাঝি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।  আকু হলো আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা। এর সদস্য দেশ হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। তবে দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এ তালিকা থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা। আকুর বিল পরিশোধ ছাড়াও রিজার্ভ থেকে দৈনন্দিন ভিত্তিতে বিদেশি ঋণ ও ঋণের কিস্তি পরিশোধ করতে হয় বাংলাদেশকে। সরকারের জরুরি আমদানি ব্যয় পরিশোধে রিজার্ভ থেকে ডলার বিক্রিও করতে হয়। অন্যদিকে বৈদেশিক ঋণ, অনুদান, প্রবাসী আয়ের নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ হিসেবে জমা হয়। আরটিভি/এএ/এস