ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

এশিয়ান ইউনিভার্সিটিতে মহানবির (সা.) আগমন স্মরণে সভা অনুষ্ঠিত 

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ , ১০:৪৬ পিএম


loading/img

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) মহানবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ অক্টোবর) এইউবি ক্যাম্পাসে মহানবি হযরত মুহাম্মদ (সা.) আগমনের স্মরণে ‘আদর্শ মানুষ তৈরিতে রাসূল (সা.) এর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আশুলিয়া ক্যাম্পাসের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি উপাচার্য প্রফেসর ড. শাহজাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি রেজিস্ট্রার একেএম এনামুল হক।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উত্তরা ৬ নং সেক্টর জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম মাদানি। তিনি বলেন, রাসূল (সা.) এর জীবনীতে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। বর্তমান সমাজের প্রতিটি ক্ষেত্রে অন্যায় অনাচার, বৈষম্য দূর করতে আমাদেরকে সেই আদর্শের দিকেই ধাবিত হতে হবে। যেই আদর্শ দেড় হাজার বছর পূর্বে এই পৃথিবীকে আলোকিত করেছিলেন। 

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে এইউবি উপাচার্য প্রফেসর ড. শাহজাহান খান বলেন, রাসূল (সা.) এসেছিলেন মুক্তির বার্তা নিয়ে, অন্ধকারাচ্ছন্ন এই সমাজকে আলোকিত করতে। আজ সমাজকে নৈতিক মানে উন্নীত করতে হলে রাসূল (সা.) এর আদর্শের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। তার আদর্শ অনুসরণ ও অনুকরণ করতে হবে।

সভাপতির বক্তব্যে এইউবি রেজিস্ট্রার একেএম এনামুল হক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় রাসূল (সা.) এর আদর্শই এই পৃথিবীতে সর্বোত্তম আদর্শ।

ছাত্রশিক্ষকসহ সমাজের সকল শ্রেণীপেশার মানুষকে এই আদর্শ ব্যক্তিজীবনে ধারণ করতে হবে এবং পালন করতে হবে।

বিজ্ঞাপন

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ এনামুল হক আজাদ। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, এইউবি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূইয়া। সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |