ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নতুন তিন বিভাগে ভর্তি নেবে গুচ্ছভুক্ত নোবিপ্রবি

নোবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:৪৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন করে চালু হওয়া ‘এ’ ইউনিটের তিনটি বিভাগে (পদার্থ, রসায়ন ও মৃত্তিকাবিজ্ঞান) ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (৮ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে পদার্থ, রসায়ন ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগে ২০টি করে মোট ৬০টি আসনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আর আবেদন করা যাবে আগামী ১১ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যে সব শিক্ষার্থী ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আবেদন করেছেন এবং ইতোমধ্যে মেধাক্রম অনুযায়ী বিষয় প্রাপ্ত হয়েছেন বা হয়নি কিন্তু উক্ত বিষয়ের কোনো একটি বিষয়ে পড়তে ইচ্ছুক তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট আইডিতে লগইন করে আগে সাবমিট করা চয়েস ফর্মে পছন্দের ক্রমানুযায়ী যুক্ত করে ১১ ফেব্রুয়ারি রাত ১২টার আগে সাবমিট করতে হবে।

এ ছাড়াও যারা ইতোপূর্বে বিষয় পেয়েছেন, তারা যদি ওই বিষয়গুলোর একটিতে পড়তে ইচ্ছুক, তাদেরকে প্রাপ্ত বিষয়ের উপরে যুক্ত করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত বলা হয়েছে। যারা মাইগ্রেশনে এসব সাবজেক্টে যেতে চায়, তাদেরকে মাইগ্রেশন চালু রাখতে বলা হয়েছে। যাদের মাইগ্রেশন বন্ধ করা, অভিযোগ বক্সের মাধ্যমে মাইগ্রেশন চালু করতে হবে।

প্রসঙ্গত, এবারের গুচ্ছ পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষে ২ লাখ ৩২ হাজার ৪৫৫ জনকে ভর্তি পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে। যার মধ্যে বিজ্ঞান শাখা ‘এ’ ইউনিটে ১ লাখ ৩১ হাজার ৯০১ জন, মানবিক শাখা ‘বি’ ইউনিটে ৬৭ হাজার ১১৭ জন এবং বাণিজ্য শাখা ‘সি’ ইউনিটে ৩৩ হাজার ৪৩৭ জন সুযোগ পেয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |