ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

কুবিতে নাট্যোৎসবে ‘এ মিড সামার নাইটস ড্রিম’ প্রদর্শিত 

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ , ১০:৫৬ এএম


loading/img

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের আয়োজনে তিন দিনব্যাপী ‘দ্বিতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০২৩’ এর দ্বিতীয় দিনে প্রদর্শিত হয়েছে নাটক ‘এ মিড সামার নাইটস ড্রিম’। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নাট্য কর্মীদের পরিবেশনায় উইলিয়াম শেক্সপিয়র রচিত এই নাটক মঞ্চস্থ হয়। রেজওয়ানা কবির সারার নববিন্যাসে নাটকটির নির্দেশনায় ছিলেন মাসউদ আহমেদ।

বৈরী আবহাওয়ার কারণে মুক্তমঞ্চের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হল রুমে নাটকটি পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন

সংগঠনটির সভাপতি ইশতিয়াক আহমেদ জানান, আবহাওয়াসহ অন্যসকল প্রতিকূলতার পরও  নাটকটি পরিবেশন করেছে বলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল নাট্যকর্মীদের প্রতি আমরা কৃতজ্ঞ। তৃতীয় দিন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কিষাণ থিয়েটারের পরিবেশনায় নাটক ‘লাল সবুজের দেশ’ মঞ্চায়ন হবে। আজকের মতো সবাই সমর্থন দিলে আশা করি আমরা ভালোভাবে আমাদের এই নাট্য উৎসব সম্পন্ন করতে পারবো। 

দ্বিতীয় দিনের পরিবেশনা শেষে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার নাহিদ সৈকত, তরু শাহরিয়ার স্বর্গ, নাট্য নির্দেশক মাসউদ আহমেদ ও অন্যান্য নাট্যকর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময়  উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, ছাত্র পরামর্শক দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |