ঢাকাTuesday, 08 July 2025, 24 Ashaŗh 1432

জাবির লোকপ্রশাসন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ০৮:৩০ পিএম


loading/img
ছবি : আরটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (৪৫ ব্যাচ) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় স্মৃতিচারণ করেন বিভাগের ৪৫ তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীরা। স্মৃতিচারণ শেষে ৫০ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে সদ্য স্নাতকোত্তর শেষ হওয়া ৪৫ তম ব্যাচের শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, স্বপ্ন বাস্তবায়নের পথে আছো। তোমাদের অনেক কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য একটা অবারিত সুযাগ। এখানে তোমরা তোমাদের ঘাটতিগুলো পূর্ণ করবে। তোমাদের কাজের মাধ্যমে আমরা মূল্যায়িত হবো। আর নবীনদের জন্য শুভকামনা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, নবীনদের জন্য এখনো অনেক সময় আছে তোমরা নিজেদেরকে প্রস্তুত করো। যারা বিদায়ী তারাও শিক্ষকদের সঙ্গে আত্মিক একটি মেলবন্ধন রেখো। একসময় এগুলোই স্মৃতির খোরাক যোগাবে।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে অধ্যাপক নুরুল আমিন বলেন, নবীন শিক্ষার্থীরাও নিজদের লক্ষ্য অর্জনে এখন থেকেই সঠিকভাবে চেষ্টা চালিয়ে যাবে। এতে নিজেদের পাশাপাশি বিভাগেরও নাম সমাদৃত হবে। প্রধানমন্ত্রী আমাদের বিভাগে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উপহার দিয়েছেন। এটাকে কাজে লাগিয়ে বিভাগের শিক্ষার্থীরা নিজদের দক্ষতা বাড়াতে পারবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক জেবউননেছা, অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান, সহযোগী অধ্যাপক হরে কৃষ্ণ কুন্ড, সহযোগী অধ্যাপক মো. মাহমুদুর রহমান, বিভাগীয় ছাত্রকল্যাণ উপদেষ্টা সহকারী অধ্যাপক আবু সাইফ মো. তাওহীদুল আনাম প্রমুখ। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |