ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল বাতিলের দাবি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ , ০৯:৫৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নতুন পদ্ধতিতে সদ্য প্রকাশিত ৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে তারা অভিযোগ করেন, বিসিএস ৪৩তম পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার চাকরি প্রার্থীরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। এক হাজার ৩৪২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও সুপারিশ করা হয়েছে মাত্র ৬৪২টি পদে। 

এছাড়া ৫৪টি পদ ৪৩তম বিসিএস থেকে প্রত্যাহার করে নিয়ে আমাদের সঙ্গে চরম প্রহসন করা হয়েছে। অথচ, বিসিএসের মাধ্যমে পূরণযোগ্য প্রায় লক্ষাধিক পদ খালি আছে। আমরা মনে করি, এই বৈষম্যের পেছনে সদিচ্ছা, আন্তরিকতার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতাই দায়ী। 

বিজ্ঞাপন

তারা আরও বলেন, নন-ক্যাডার প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করা এবং ফল প্রকাশের আগেই নন-ক্যাডার প্রার্থীদের পছন্দ ক্রম আহ্বান করা সংশ্লিষ্ট নন-ক্যাডার নিয়োগ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

এ অবস্থায় শিক্ষার্থীরা আগামী তিন কার্যদিবসের মধ্যে ৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল বাতিল করে প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করার দাবি জানান। একইসঙ্গে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য হওয়া নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস নন-ক্যাডারদের সুপারিশ অব্যাহত রাখারও আহ্বান জানান তারা। 

দাবিগুলো না মানলে নোটিশকারীদের পক্ষে দ্রুতই উপযুক্ত আদালতে ন্যায়বিচার চেয়ে আবেদন করা হবে বলেও জানান তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |