ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

নোবিপ্রবিতে বাংলা বিভাগের ভাষা পদযাত্রা অনুষ্ঠিত 

নোবিপ্রবি প্রতিনিধি

বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:০৪ পিএম


loading/img
ছবি : আরটিভি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা বিভাগের আয়োজনে ভাষা পদযাত্রা ও ভাষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি ) ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন করা হয়। ভাষা পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, মেডিকেল সেন্টার, লাইব্রেরি ভবন প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর দুপুর দুইটাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর ২য় তলায় ভাষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির বাংলা বিভাগের চেয়ারম্যান ও সামাজিক ও মানবিক অনুষদের ডিন ড. চন্দন আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী, নোবিপ্রবি নীল দলের সভাপতি ড. মাসুদ রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম সেলিম, নোবিপ্রবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সাহানা রহমান সহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী ভাষার মাসের শুরুতে মহান ভাষা আন্দোলনের সকল শহীদ এবং ভাষা সৈনিকের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বিশ্বের প্রতিটি মানুষকে তাদের মাতৃভাষায় কথা বলার অধিকার স্মরণ করিয়ে দেয়। আমরা যারা ভাষার পথে হাটি না। তাদের উচিত ভাষার পথে হাটা।

অধ্যাপক ড. চন্দন আনোয়ার বলেন, আমরা চর্যাপদের সময় থেকে ভাষার জন্য সংগ্রাম করে আসছি তাই ভাষার মর্যাদা রক্ষায় সব সময় সচেতন থাকতে হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |