ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কুবিতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা শিক্ষকদের

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ০৪:৫৪ পিএম


loading/img
ছবি : আরটিভি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের অপসারণের দাবিতে সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।

বিজ্ঞাপন

সোমবার (২৯ এপ্রিল) শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

মেহেদী হাসান বলেন, ‘গতকালের যে সন্ত্রাসী হামলা উপাচার্য, কোষাধ্যক্ষ এবং বহিরাগতরা শিক্ষকদের ওপর চালিয়েছে তাতে স্পষ্ট যে উপাচার্য এবং কোষাধ্যক্ষ এই পদে থাকার যোগ্য না। তারা সন্ত্রাসী, তাই তাদের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা কোনোপ্রকার শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করবো না।’

বিজ্ঞাপন

জরুরি সাধারণ সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ‘প্রক্টর কাজী ওমর সিদ্দিকী এবং আইকিউএসির পরিচালক ড. মো. রশিদুল ইসলাম শেখের অপসারণ করতে হবে। শিক্ষকদের ওপর গত ২৮ এপ্রিল যে বহিরাগতরা হামলা করেছে তাদের শনাক্ত করে যথাযথ তদন্তের মাধ্যমে ছাত্রত্ব ও সার্টিফিকেট বাতিল করতে হবে।’

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষের গ্রেপ্তারের দাবিও করেন তারা।

ভর্তি পরীক্ষা তাদের এই সিদ্ধান্ত এবং কার্যক্রমের অন্তর্ভুক্ত কিনা জিজ্ঞেস করলে সাধারণ সম্পাদক বলেন, ‘ভর্তি পরীক্ষার সকল কার্যক্রমে শিক্ষকরা সহয়তা করবেন। ভর্তি পরীক্ষা এই কর্মসূচির আওতামুক্ত।’
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |